ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার হকি লীগ ॥ আজাদ-এ্যাজাক্স ড্র

বড় জয়ে শীর্ষে উঠল আবাহনী

প্রকাশিত: ০৬:০২, ১৪ জুন ২০১৬

বড় জয়ে শীর্ষে উঠল আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ ‘গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লীগ- সোমবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। এতে বড় ব্যবধানে জয় কুড়িয়ে নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ঢাকা আবাহনী লিমিটেড। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে তারা ৮-২ গোলে হারায় সাধারণ বীমা ক্রীড়া সংঘকে। বিজয়ী আবাহনী খেলার প্রথমার্ধে এগিয়ে ছিল ৬-০ গোলে। অপর ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাব ৫-৫ গোলে ড্র করে এ্যাজাক্স স্পোর্টিং ক্লাবের সঙ্গে। আবাহনীর পাকিস্তানী ফরোয়ার্ড শাফকাত রাসুল একাই করেন চার গোল। যদিও কোন হ্যাটট্রিক করতে পারেননি তিনি। তার গোলগুলোর প্রতিটিই ছিল ফিল্ড গোল। স্বাধীনতা কাপের সর্বোচ্চ গোলদাতা মাকসুদ আলম হাবুল করেন জোড়া ফিল্ড গোল। এছাড়া ১৭ মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে পাকিস্তানী মোহাম্মদ ইরফান এবং অপর পাকিস্তানী শাকিল আব্বাসী ১টি ফিল্ড গোল করেন। ফারহান আলী ও ফয়সাল হোসেন বীমার হয়ে দুটি গোল পরিশোধ করেন। নিজেদের দশম খেলায় এটি আবাহনীর অষ্টম জয়। ২৬ পয়েন্ট নিয়ে তার পেছনে ফেলেছে অপর শিরোপা প্রত্যাশী ঊষা ক্রীড়া চক্রকে। ঊষার পয়েন্ট ২৫ হলেও তারা আবাহনীর চেয়ে একটি ম্যাচ কম খেলেছে। পক্ষান্তরে বীমার ৬ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে তারা আছে দশম স্থানে। ‘সুপার সিক্স’-এ যাওয়ার সুযোগ অনেক আগেই হারিয়েছে তার। দিনের প্রথম ম্যাচে ছিল যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা। আজাদ ৫-৫ গোলে ড্র করে এ্যাজাক্সের সঙ্গে। খেলার প্রথমার্ধের স্কোর ছিল ৩-৩। আজাদের হয়ে একাই তিন গোল করেন পরিমল মোর্দি। বাকি দুই গোল করেন দেবাশিষ কুমার রায়। এ্যাজাক্সের হয়ে রাহাত সারোয়ার তিনটি, আব্দুর রহমান ও ইমতিয়াজ আহমেদ ১টি করে গোল করেন। দশম ম্যাচে এটা এ্যাজাক্সের দ্বিতীয় ড্র, তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। পক্ষান্তরে সমান ম্যাচে আজাদেরও এটা দ্বিতীয় ড্র, তাদের সংগ্রহ ৫ পয়েন্ট।
×