ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাবলীল জয়ে শুরু বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির

প্রকাশিত: ০৬:০১, ১৪ জুন ২০১৬

সাবলীল জয়ে শুরু বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপের বিশ্বকাপ ইউরোতে সাবলীল শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। রবিবার রাতে নিজেদের প্রথম ম্যাচে ‘সি’ গ্রুপের ম্যাচে জার্মানরা ২-০ গোলে পরাজিত করে ইউক্রেনকে। বিজয়ী দলের হয়ে গোল করেন স্কোড্রান মুস্টাফি ও বাস্তিয়ান শোয়েনস্টাইগার। গ্রুপের আরেক ম্যাচে নর্দান আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শূভসূচনা করেছে পোল্যান্ড। দলটির হয়ে গোল করেন আরকাডুইজ মিলিক। এর আগে ‘ডি’ গ্রুপের ম্যাচে রিয়াল মাদ্রিদ তারকা লুকা মডরিচের একমাত্র গোলে ক্রোয়েশিয়া ১-০ ব্যবধানে হারিয়েছে তুরস্ককে। ইউক্রেনের বিপক্ষে খেলতে নামলেই কেমন যেন হয়ে যায় জার্মানি। এর আগে অনেকবারই এমন দেখা গেছে। পরশু রাতেও অনেকবার জোয়াকিম লোর দলকে চমকে দিয়েছে ইউক্রেন। তবে ভাগ্য বিড়ম্বনার কারণে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। হারলেও ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত ইউক্রেন। কেন তিনি বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক, ম্যাচের চতুর্থ মিনিটেই তা আরেকবার প্রমাণ করেন জার্মানির ম্যানুয়েল নিউয়ের। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নেন ইউক্রেনের ইয়েভেন কোনোপ্লিয়াঙ্কা। কিন্তু নিউয়েরকে ফাঁকি দিতে পারেননি। অসাধারণ দক্ষতায় শটটা ক্রসবারের ওপর দিয়ে পাঞ্চ করে দেন জার্মান গোলরক্ষক। এরপর দ্রুতই নিজেদের গুছিয়ে নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ১২ মিনিটে সুযোগও আসে গোল করার। কিন্তু জুলিয়ান ড্রাক্সলার ও টমাস মুলারের সমন্বয়ে গড়ে ওঠা আক্রমণকে সাফল্যে রূপ দিতে পারেননি ইয়োনাস হেক্টর। ম্যাচের ১৯ মিনিটে কাক্সিক্ষত গোল পায় জার্মানি। মিডফিল্ডার টনি ক্রুসের দারুণ ফ্রিকিক থেকে স্কোড্রান মুস্টাফির নিখুঁত হেড ঠাঁই পায় ইউক্রেনের জালে। জার্মান জাতীয় দলের হয়ে এই ডিফেন্ডারের এটাই প্রথম গোল। ২৬ মিনিটে ম্যাচে ফেরার সুযোগ হারায় ইউক্রেন। এবারও কর্নার থেকে ইয়েভেন খাচিরিডির হেড পোস্টের ওপর দিয়ে পাঞ্চ করে দলকে রক্ষা করেন নিউয়ের। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় জার্মানি। পাল্টা আক্রমণ থেকে বক্সের মধ্যে বল পেয়েছিলেন সামি খেদিরা। কিন্তু তার জোরালো শট দৃঢ়তার সঙ্গে ফিরিয়ে দেন ইউক্রেনের গোলরক্ষক আন্দ্রি পিয়াটভ। ৩৬ মিনিটে আবারও গোলবঞ্চিত হয় ইউক্রেন। দারুণ এক আক্রমণ থেকে কোনোপ্লিয়াঙ্কার শট নিউয়েলকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছিল পোস্টে। কিন্তু গোললাইন থেকে অবিশ্বাস্যভাবে দলকে রক্ষা করেন জেরম বোয়াটেং। দুই মিনিট পর অবশ্য জার্মানির জালে বল পাঠিয়েছিলেন আন্দ্রি ইয়ারমোলেঙ্কো। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়। বিরতির পর শুরু থেকে দুদলই ছিল বাড়তি সতর্ক। তাই গোল করার সুযোগও তেমন সৃষ্টি হচ্ছিল না। তবু ৫৬ মিনিটে ইউক্রেন সুযোগ পেয়েছিল আবারও। কিন্তু ইয়ারোসøাভ রাকিটস্কির ফ্রিকিক আটকে দেন জার্মান গোলরক্ষক। ৬৭ মিনিটে অল্পের জন্য দ্বিতীয় গোলের দেখা পায়নি জার্মানি। বেনেডিক্ট হুভেডেসের ক্রস থেকে ড্রাক্সলারের হেড লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হতে হয় বিশ্বচ্যাম্পিয়নদের। সাত মিনিট পর মুলারের শট রুখে দেন গোলরক্ষক পিয়াতভ। ৮৭ মিনিটে মেসুত ওজিলের প্রচেষ্টা রুখে দিয়ে আবার ইউক্রেনকে বাঁচিয়ে দেন তিনি। পাল্টা আক্রমণ থেকে বল ক্লিয়ার করতে যেয়ে মুস্টাফির হেড আরেকটু হলেই চলে যাচ্ছিল জার্মানদের জালে। আত্মঘাতী গোল থেকে বেঁচে যাওয়া জার্মানি জয় নিশ্চিত করা গোল পায় একেবারে শেষ মুহূর্তে। ওজিলের ক্রস থেকে বদলি শোয়েনস্টাইগার চলতি বলে দারুণ গোল করেন। এদিকে মিডফিল্ডার লুকা মডরিচের নৈপুণ্যে জয়ে শুরু করেছে ক্রোয়েশিয়া। বার্সিলোনার মিডফিল্ডার ইভান রাকিটিচ ও জুভেন্টাসের স্ট্রাইকার মারিও মানদুকিচকে নিয়ে ক্রোয়েশিয়া বেশ শক্তিশালী দল। অন্যদিকে অধিনায়ক আরডা টুরান বার্সিলোনায় খেললেও আর তেমন তারকা খেলোয়াড় নেই তুরস্ক দলে। এরপরও অবশ্য মাঠের লড়াইয়ে তুরস্কের দাপটই ছিল বেশি। কিন্তু ৪১ মিনিটে মডরিচের দুর্দান্ত গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের জাতীয় দলের জার্সিতে এটা ১১ নম্বর গোল।
×