ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোলরক্ষক গিয়াকে নিয়ে বিপাকে স্পেন

প্রকাশিত: ০৬:০১, ১৪ জুন ২০১৬

গোলরক্ষক গিয়াকে নিয়ে বিপাকে  স্পেন

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরো ফুটবলে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন এবার স্পেনের। সর্বশেষ দু’বারই ইউরোপের সেরা দল হয়েছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। এবারও শিরোপা জয়ের মিশন ভিসেন্তে দেল বস্ক শিষ্যদের। কিন্তু ইউরো শুরুর আগেই ঝামেলায় পড়েছে স্প্যানিশরা। দারুণ ফর্মে থাকা গোলরক্ষক ডেভিড ডি গিয়ার বিপক্ষে সেক্স স্ক্যান্ডালের অভিযোগ পুরো দলের মধ্যেই একটা স্তব্ধতা এনে দিয়েছে। দলের অনুশীলনেও প্রভাব ফেলেছে এ বিষয়টি। অভিযোগে বলা হয়েছে গিয়া নিজ বাড়িতে একটি পার্টি আয়োজন করেন এবং সেখানে দুই নারীকে বাধ্য করেন দু’জন ফুটবলারের সঙ্গে যৌন মিলনে। যদিও এটিকে মিথ্যা বলে দাবি করেছেন গিয়া এবং স্পেন কোচ বস্কও জানিয়েছেন দলের পক্ষ থেকে সার্বিক সমর্থন দেয়া হবে এই গোলরক্ষককে। আর দলের সঙ্গেই থাকবেন গিয়া এমনটাও জানিয়েছেন এ কোচ। ২০০৮-২০১২ এর মধ্যে তিনটি বড় টুর্নামেন্টের শিরোপা জিতেছে স্পেন। দুই ইউরো এবং একটি বিশ্বকাপ। নিয়মিত গোলরক্ষক ইকার ক্যাসিয়াস প্রতিটি জয়েই অন্যতম ভূমিকা রেখেছেন অপরিহার্য সদস্য হিসেবে। তবে সম্প্রতি ক্যাসিয়াস ও গিয়ার ফর্ম বিবেচনায় আনলে অনেক বেশিই এগিয়ে থাকবেন ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ গোলরক্ষক গিয়া। কিন্তু এবারও স্পেনের হ্যাটট্রিক ইউরো জয়ের মিশনে অধিনায়ক হিসেবে ক্যাসিয়াসই এক নম্বর গোলরক্ষক। গিয়ার হয়ত সুযোগ পাওয়াটাই দুষ্কর ছিল। তবে ১৬৭ ম্যাচ খেলা ক্যাসিয়াস একাদশে নিয়মিত খেলার ক্ষেত্রে বেশ চ্যালেঞ্জের মধ্যেই ছিলেন। সেই চ্যালেঞ্জের অনেকখানিই হয়ত কেটে গেল গিয়ার উটকো ঝামেলার মধ্যে ঢুকে পড়ার কারণে। কিন্তু বস্ক নিজেও বেশ অস্বস্তির মধ্যে আছেন ক্যাসিয়াস নাকি গিয়া- কাকে দিয়ে প্রথম একাদশ গঠন করবেন সেটা নিয়ে। কিন্তু জোরপূর্বক দুই নারীকে অন্য দুই ফুটবলারের সঙ্গে যৌনমিলনে বাধ্য করাার অভিযোগ উঠেছে এ তরুণের বিরুদ্ধে। এটাকে মিথ্যা-বানোয়াট অভিযোগ হিসেবে দাবি করে গিয়া আক্ষেপের সঙ্গে জানিয়েছেন এটা তার ভাবমূর্তির ক্ষতিসাধন করবে। তবে অনেকেই এটিকে স্পেনের ইউরো প্রস্তুতির জন্য ক্ষতিকর বলেই ধরে নিয়েছেন। আর অভিযোগ ওঠার পর গিয়াকে দেশে ফেরত পাঠানো লাগতে পারে স্পেন দলের এমনটাও মনে করছেন অনেকে। কিন্তু কোচ বস্ক বরং পাশে দাঁড়ালেন গিয়ার। তিনি বলেন, ‘আমরা সবাই তাকে সার্বিক সমর্থন দেব। তার ওপর সন্দেহ তৈরির কোন কারণ নেই আমার। আর তাকে দেশে ফেরত পাঠানোর বিষয়েও কোন ধরনের নির্দেশনা কিংবা পরামর্শ দেয়নি কেউ। তিনি আমাদের সঙ্গেই থাকবেন।’ দুটি ইউরো ও একটি বিশ্বকাপে ক্যাসিয়াস দুর্দান্ত কিছু গোল ঠেকিয়ে স্পেনকে কঠিন সমস্যা থেকে বাঁচিয়েছিলেন এবং জাতীয় বীর হয়ে গিয়েছিলেন। কিন্তু ২০১৪ বিশ্বকাপে তার ভয়ানক ব্যর্থতা এবং ক্লাব ফুটবলে বাজে ফর্মের জন্য দারুণ সমালোচিত ক্যাসিয়াস। তাই এবার গিয়াকে উপযুক্ত উত্তরসূরি হিসেবে দলের হয়ে খেলতে দেখার প্রত্যাশায় ছিলেন। কিন্তু সেটা হয়ত এবারও হবে না গিয়া ঝামেলায় জড়িয়ে যাওয়ার কারণে। কিন্তু নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী গিয়া বলেন, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দারুণ সফল একটি মৌসুম শেষ করে এসেছি। সবসময়ই গোলরক্ষকদের নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু আমরা এটার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি।
×