ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে সংঘর্ষ গুলি ॥ পুলিশসহ আহত দেড় শতাধিক

প্রকাশিত: ০৫:৪২, ১৪ জুন ২০১৬

হবিগঞ্জে সংঘর্ষ গুলি ॥ পুলিশসহ আহত দেড় শতাধিক

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৩ জুন ॥ একটি শিল্প প্রতিষ্ঠানে কর্মরত কয়েক শ্রমিককে যথাস্থানে নামিয়ে না দেয়ার জের ধরে সোমবার সদর উপজেলাধীন কান্দিরগাঁও এবং সুরাবই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও পুলিশের গুলিবর্ষণের ঘটনায় পুলিশসহ আহত হয়েছে দেড় শতাধিক লোক। এর মধ্যে গুরুতর আহত গুলিবিদ্ধ ঠান্ডা মিয়া ও আব্দুল গনি এবং নজির, সুরুজ, আয়াত, মর্তুজ, শাহিন, বাছির, হেলাল, সিজিল, মতিল, আলফু, হাফিজুল, সিরাজ, কামাল, কবির, বশির ও শাহজাহানসহ ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, অলিপুর নামক স্থানে স্থাপিত প্রাণ-আর এফ এল গ্রুপের কয়েক শ্রমিক কাজ শেষে আগের দিন রবিবার রাতে একটি টমটমে করে নিজ গ্রামের বাড়ি বাছিরগঞ্জের উদ্দেশে রওয়ানা হলেও পার্শ্ববর্তী সরাবই গ্রামের বাসিন্দা সংশ্লিষ্ট গাড়ি চালক ওদের সুরাবই নামিয়ে দেয়। এ নিয়ে চালকের সঙ্গে এই শ্রমিকদের বাগবিত-ার ঘটনা ঘটে। এরই জের ধরে সোমবার সকাল সোয়া ১০টার দিকে উভয় গ্রামের লোকজন লাঠি ও ফিকলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ৩ ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষ চলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নানাভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।
×