ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রনির জামিন

প্রকাশিত: ০৫:৪১, ১৪ জুন ২০১৬

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রনির জামিন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে গ্রেফতার চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি অস্ত্র মামলায় ছয়মাসের জামিন পেয়েছেন। সোমবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। রনির আইনজীবী স ম রেজাউল করিম জানান, রনিকে ছয় মাসের জামিন দিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রুলে তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়েছে। এ মামলায় জামিন পাওয়ায় রনির মুক্তিতে আর কোন বাধা নেই বলে তিনি জানান। এর আগে গত ২৫ মে দুই বছরের কারাদ-াদেশের বিরুদ্ধে করা আপীল মামলায় রনিকে জামিন দেয় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত। সেদিন অস্ত্র মামলায় তার জামিন নামঞ্জুর করে আদালত। এদিকে নুরুল আজিম রনির মুক্তিতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রসঙ্গত, গত ৭ মে দুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে হাটহাজারী উপজেলার মির্জাপুর থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রনিকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়। ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে দুই বছরের কারাদ- দেন নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ। এ ঘটনায় পরদিন হাটহাজারী থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।
×