ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে সাত খুন মামলা র‌্যাবের আরও দুই সদস্যের সাক্ষ্য গ্রহণ ও জেরা

প্রকাশিত: ০৫:৪১, ১৪ জুন ২০১৬

না’গঞ্জে সাত খুন মামলা র‌্যাবের আরও দুই  সদস্যের সাক্ষ্য  গ্রহণ ও জেরা

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৩ জুন ॥ নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের দু’টি মামলায় র‌্যাবের আরও দুই সদস্যের সাক্ষ্য গ্রহণ ও জেরা হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টায় জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সাক্ষ্য গ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়। এ সময় সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা, লে.কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে উপস্থিত করা হয়। আসামিদের উপস্থিতিতেই বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ২ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়। পরে আদালত আগামী ২০ জুন পরবর্তী সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও জেরার তারিখ ধার্য করেন। বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, সোমবার র‌্যাব-১১ তে তৎকালীন সময়ে কর্মরত এসআই পলাশ গোলন্দাজ ও কর্পোরাল জাহাঙ্গীর আলমের সাক্ষ্য গ্রহণ করা হয়। তিনি জানান, সাত খুনের ঘটনার সঙ্গে কারা কারা ছিলেন, কার কি ভূমিকা ছিল- আজ আদালতে তারা এর বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এই মামলা প্রমাণের ক্ষেত্রে তাদের সাক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়।
×