ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিটিভি ছয় ঘণ্টা সম্প্রচারে না গেলে বন্ধ করে দেয়ার হুমকি

প্রকাশিত: ০৫:৪১, ১৪ জুন ২০১৬

সিটিভি ছয় ঘণ্টা সম্প্রচারে না গেলে বন্ধ করে দেয়ার হুমকি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ছয় ঘণ্টা সম্প্রচারে না গেলে চলমান দুই ঘণ্টা সম্প্রচারও বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। রবিবার সন্ধ্যায় সম্মিলিত শিল্পী সমাজের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। মহিউদ্দিন চৌধুরী বলেন, সিটিভিতে কর্মরত একটি চক্র চট্টগ্রামের প্রতি বিমাতাসুলভ আচরণ করে যাচ্ছে। তারা সিটিভিকে ছয় ঘণ্টা সম্প্রচারে উন্নীত না করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এখানে কে কি করছে, কি হচ্ছে, না হচ্ছে আমরা সব বিষয়ে অবগত আছি। আমরা চাই অনতিবিলম্বে ছয় ঘন্টার সম্প্রচার চালু হোক, না হলে চলমান দুই ঘণ্টার সম্প্রচারও বন্ধ করে দেয়া হবে। মতবিনিময় সভায় সূচনা বক্তব্য দেন সংগঠনের সভাপতি চিত্রনায়ক পঙ্কজ বৈদ্য সুজন। শিল্পী সমাজের আদর্শ উদ্দেশ্য ও বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদ বঙ্গবাসী।
×