ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাইটিংগেল মেডিক্যাল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৪০, ১৪ জুন ২০১৬

নাইটিংগেল মেডিক্যাল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৩ জুন ॥ মেডিক্যাল কলেজ পরিচালনার সরকারী নীতিমালা ভঙ্গ করায় আশুলিয়ার গোরাট এলাকায় প্রতিষ্ঠিত নাইটিংগেল মেডিক্যাল কলেজের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ খবর শিক্ষার্থীদের কাছে পৌঁছামাত্র ৩ শতাধিক শিক্ষার্থী এর প্রতিবাদে রবিবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নুর ইমাম মেহেদী নামে এক প্রশাসনিক কর্মকর্তাকে মারধর ও অবরুদ্ধ করে রাখে। বিক্ষোভের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ হয়ে ক্যাম্পাসের বাইরে অবস্থান নেয়। রাত ১১টায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডাঃ হুমায়ুন জামান চৌধুরী ক্যাম্পাসে এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার চেষ্টা করলে তাকে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। সোমবার সকালে পুনরায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। শিক্ষার্থীরা কক্ষ ভাংচুর ও ক্যাম্পাসের অভ্যন্তরের সড়কে আগুন দিয়ে প্রতিবাদ জানায়।
×