ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে যাত্রীবাহী বাস উল্টে ধান ক্ষেতে, আহত ২৮

প্রকাশিত: ০৫:৪০, ১৪ জুন ২০১৬

বাঁশখালীতে যাত্রীবাহী বাস উল্টে ধান ক্ষেতে, আহত ২৮

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী থেকে জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বদর দরগা প্রধান সড়ক এলাকায় সোমবার বিকেলে যাত্রীবাহী বাস উল্টে ধানক্ষেতে পতিত হয়েছে। এ সময় অন্তত ২৮ যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের আনোয়ারা মেডিক্যাল ও বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালীর টইটং হতে স্পেশাল সার্ভিস বাসটি যাত্রী নিয়ে চট্টগ্রাম শহরের উদ্দেশে যাত্রা করে। পথে সাধনপুরের বদর দরগা এলাকায় অবৈধ ভাসমান সিএনজি গ্যাস বহনকারী লরিকে পাস কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
×