ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত ১২

প্রকাশিত: ০৫:৪০, ১৪ জুন ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত ১২

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ায় চার নারী শ্রমিক, রংপুরের পীরগঞ্জে একই পরিবারের তিনজন, বাগেরহাটে স্বামী-স্ত্রী এবং মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও গাজীপুরে একজন করে মোট বারোজন নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ নারী শ্রমিক নিহত এবং ৬ জন আহত হয়েছেন। সোমবার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের বটতৈল এলাকায় ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মধুপুর গ্রামের লিয়াকত আলীর স্ত্রী সখি বেগম (৪০) ও একই থানার হরিনারায়ণপুর গ্রামের বাসিন্দা কোমেলা খাতুন (৬৫)। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ও আহতরা সবাই কুষ্টিয়া ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) নারী শ্রমিক এবং নসিমনের যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া সদর উপজেলার লক্ষীপুর থেকে নসিমনযোগে ১০ জন যাত্রী কুষ্টিয়ায় আসার পথে সকাল পৌনে ৬টার দিকে বটতৈল আনসার ক্যাম্পের কাছে পৌঁছলে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক সরাসরি নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১ নারী শ্রমিক নিহত হন। গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে ১ জন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান। নীলফামারী ॥ রংপুরের পীরগঞ্জ উপজেলার আংড়ার ব্রিজ এলাকায় যাত্রীবাহী বিআরটিসি বাস খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন স্বামী স্ত্রী ও তাদের তিনমাস বয়সের ছেলে সন্তান। এ ছাড়া দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অন্যান্যদের পীরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পীরগঞ্জ বড় দরগা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করলেও নিহতদের নাম ঠিকানা জানাতে পারেনি। তিনি জানান বিআরটিসি বাসটি গাইবান্ধা থেকে রংপুর আসছিল। বাসের সামনের একটি চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাগেরহাট ॥ ফকিরহাটে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছেন। সোমবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সুজিত কুমার দাস (৩৫) ও তার স্ত্রী সুমিতা রানী দাস (২৬)। সুমিতা বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামের হরিপদ দাসের মেয়ে। সুজিত মংলা ফাইভ রিং সিমেন্ট কারখানার কর্মকর্তা ছিলেন। তার বাড়ি রাজবাড়ী শহরে। দেড় বছর আগে সুজিত ও সুমিতা দাসের বিয়ে হয়। পুলিশ জানায়, সোমবার সকালে সুজিত তার স্ত্রী সুমিতাকে নিয়ে শ্বশুর বাড়ি ফকিরহাট থেকে রাজবাড়ির উদ্দেশে মোটরসাইকেলযোগে রওনা হন। তারা বৈলতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। মানিকগঞ্জ ॥ ছেলেকে কুয়েতের ফ্লাইটে তুলে দিয়ে বাড়ি ফেরারপথে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন বাবা আব্দুর রউফ। সোমবার সকাল সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ঘিওর উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ডের অদূরে দুর্ঘটনাটি ঘটে। এতে আহত হয় আরও তিনজন। জানা গেছে বড় ছেলে সুমন মাতব্বরকে ভোরে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে কুয়েতের ফ্লাইটে তুলে দিয়ে বাবা আব্দুর রউফসহ অন্যান্যরা একটি ভাড়া করা মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। সকাল সাতটার দিকে চালক শিপন হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মাইক্রোবাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। সামনের আসনে বসা আব্দুর রউফ ঘটনাস্থলেই মারা যান। মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলার ভাটেরচর বাস স্ট্যান্ডে সোমবার দুপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোঃ সুরুজ মিয়া (৫০) নামে এক পথচারী নিহত হয়েছে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসার হিমাচল পরিবহনের একটি বাস নোয়াখালী যাচ্ছিল। পথিমধ্যে গজারিয়া উপজেলার ভাটেরচর বাস স্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসটি সুরুজকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। গাজীপুর ॥ কালিয়াকৈরে গাড়ির ধাক্কায় সোমবার এক গৃহবধূ নিহত হয়েছে। তার নাম অনিতা রানীর (২৪)। তিনি কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকার শ্রী নিবাস চন্দ্রের স্ত্রী। কালিয়াকৈরের সফিপুর বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি গাড়ি অনিতা রানীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
×