ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যৌতুকের জন্য স্ত্রী হত্যা ॥ স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৫:৪০, ১৪ জুন ২০১৬

যৌতুকের জন্য স্ত্রী হত্যা ॥ স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ যৌতুকের জন্য স্ত্রী সোনালী রানী শম্পাকে (২৪) হত্যার দায়ে স্বামী নিমাই চন্দ্র বর্মণকে (৩১) মৃত্যুদ- দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। সোমবার জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক এম এ নূর এ রায় দেন। জানা গেছে, জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার গ্রামের করুণা কান্ত রায়ের মেয়ে সোনালী রানী শম্পার সঙ্গে ২০০৮ সালের ১৩ আগস্ট আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বারো আউলিয়া গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে নিমাই চন্দ্র রায়ের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে প্রায়শই শম্পাকে নির্যাতন করা হতো। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। কিন্তু যৌতুকলোভী স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন দুই লাখ টাকা যৌতুকের জন্য নির্যাতন চালিয়ে আসছিল। ২০১২ সালের ১২ নবেম্বর রাতে একই কারণে শম্পাকে বেধড়ক মারপিটসহ নির্যাতন করার একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় রশি দিয়ে একটি আমগাছে ঝুলিয়ে রাখে।
×