ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঠিয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ ॥ বাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৫:৩৭, ১৪ জুন ২০১৬

পুঠিয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ ॥ বাড়িতে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গাঁজা সেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষ শুরু হয়। উপজেলার জামিরা ও জোতসাকিরাতপুর গ্রামের মধ্যে ওই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে জামিরা গ্রামের ১৯ বাড়িতে আগুন দেয়া হয়। এছাড়া ৪টি বাড়ি ও ২টি দোকান ভাংচুর করা হয়। রাতে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার জোতসাকিরাতপুর এলাকার এক যুবক জামিরা এলাকায় গাঁজা সেবন করছিল। এ সময় জামিরার লোকজন ওই যুবককে গাঁজা সেবন করতে নিষেধ করে। এ নিয়ে জোতসাকিরাতপুর এলাকার লোকজন জামিরা এলাকার লোকজনকে মারধর করে। এ ঘটনার জেরে রবিবার রাতে জামিরা এলাকার লোকজন জোতসাকিরাতপুর এলাকার লোকজনকে মারধর করলে এ নিয়ে দুইপক্ষ উত্তেজিত হয়ে পড়ে। রাতেই তারা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়। রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে জামিরা গ্রামের ১৯টি বাড়িতে আগুন দেয় প্রতিপক্ষ জোতসাকিরাতপুর গ্রামের লোকজন। এতে আটটি বাড়ি ভস্মীভূত হয়। এছাড়া আরও চারটি বাড়ি ও দুটি দোকানে ভাংচুর ও লুটপাট চালায় তারা। এ সংঘর্ষে অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে ইউনুস (৩০) নামে জামিরা গ্রামের একজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এএসপি (পুঠিয়া সার্কেল) আসলাম আলী।
×