ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ সেনুয়া বেইলি সেতু

প্রকাশিত: ০৫:৩৬, ১৪ জুন ২০১৬

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ সেনুয়া বেইলি সেতু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৩ জুন ॥ শহরের উত্তর পাশ দিয়ে বয়ে গেছে সেনুয়া নদী। আর এই নদীর উপর রয়েছে ঝুঁকিপূর্ণ একটি বেইলি সেতু। হালকা যানবাহন চলাচল সচল রাখতে প্রায় চার বছর আগে সেতুটির এক পাশের ভাঙা অংশে কয়েকটি লোহার পাটাতন বসানো হয় এবং ব্রিজের দুইপাশে লিখে দেয়া হয় ‘সাবধান সামনে ঝুঁকিপূর্ণ সেতু। ভারি যানবাহন চলাচল নিষেধ।’ কিন্তু ওই সাবধানবাণী কোন কাজেই আসছে না। প্রতিনিয়ত ওই সেতুর উপর দিয়ে চলাচল করছে মালবোঝাই ভারি যানবাহন। এতে সেতুটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এলাকাবাসী ও এলজিইডি সূত্রে জানা যায়, স্থানীয় লোকজনের দাবির প্রেক্ষিতে ১৯৮৭ সালে সদর উপজেলার ঠাকুরগাঁও-ফাড়াবাড়ী সড়কের সেনুয়া নদীর ওপর সড়ক ও জনপথ বিভাগ (সওজ) লোহার বেইলি সেতু নির্মাণ করে। সেতুর ওপর দিয়ে প্রতিদিন ইটভাঁটির ভারি যানবাহনসহ মালবোঝাই যান চলাচলের কারণে সেতুর পাটাতনের লোহার পাতগুলো বাঁকা ও খুঁটিগুলো নড়বড়ে হয়ে গেছে। ২০১১ সালে সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) কাছে হস্তান্তর করা হয়। পরে একই বছরের জুলাই মাসে এলজিইডি সেতুর ভাঙ্গা অংশে লোহার নতুন পাটাতন বসিয়ে দেয়। সেতুর দুই পাশে লিখে দেয়া হয় সাবধানবাণী। কিন্তু বিকল্প পথ না থাকায় ভারি যানবাহনও ওই সেতুর ওপর দিয়েই চলাচল করে। ফলে মেরামত করা পাটাতনগুলো এখন আলাদা হয়ে গেছে। সেতুর অনেক জায়গায় তৈরি হয়েছে ছোটবড় গর্ত। এখন ভারি যানবাহনই শুধু নয়, হালকা যানবাহন উঠলেই সেতুটি কেঁপে উঠে।
×