ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলকাতায় পুরস্কৃত ‘স্বর্গ থেকে নরক’

প্রকাশিত: ০৫:৩৫, ১৪ জুন ২০১৬

কলকাতায় পুরস্কৃত  ‘স্বর্গ থেকে নরক’

স্টাফ রিপোর্টার ॥ মাদককে না বলা নিয়ে তৈরি চলচ্চিত্র ‘স্বর্গ থেকে নরক’ গত বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পায়। দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে। সরকারীভাবে চলচ্চিত্রটি দেশের সকল জেলা ও উপজেলায় প্রদর্শন করা হয়েছে। চলচ্চিত্রের কাহিনী চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ড. অরূপ রতন চৌধুরী। সম্প্রতি ভারতের কলকাতার বিখ্যাত চলচ্চিত্র সংগঠন টেলিসিন সোসাইটি বিশিষ্ট চিকিৎসক শব্দসৈনিক ও মাদকবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরীকে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘স্বর্গ থেকে নরক’ নির্মাণের জন্য বিশেষ পুরস্কার প্রদান করে। এ উপলক্ষে কলকাতায় রবীন্দ্র সরোবরের নজরুল মঞ্চে একটি বিশেষ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গের মন্ত্রিবর্গ ছাড়াও চলচ্চিত্র ব্যক্তিত্ব। অরূপ রতন চৌধুরী বলেন, ৩০ বছর ধরে ধূমপানবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত আছি। নিজের গড়া সংগঠন মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা (মানস) থেকে মাদকের ভয়াবহতা নিয়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার এ ছবির জন্য দেশের বাইরে থেকে পাওয়া এ পুরস্কার শুধুমাত্র আমার গৌরব নয়, আমার দেশের জন্যও গৌরবের। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ও নিপুণ। চলচ্চিত্রে নিপুণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যে একসময় দেশের একজন জনপ্রিয় র‌্যাম্প মডেল হয়ে ওঠেন। আস্তে আস্তে মাদকাসক্ত হয়ে পড়েন। পরে তা থেকে মুক্তি পেতে চান। পুনর্বাসন কেন্দ্রে ফেরদৌসের সঙ্গে পরিচয় হয় তার। মাদক থেকে মুক্তি পেতে ফেরদৌস আর নিপুণ একজন আরেকজনকে সহযোগিতা করেন। এরপর ঘটে অনেক নাটকীয় ঘটনা। মাদক থেকে ফিরে আসা যে খুব সহজ আবার মোটেই সহজ নয়, ‘স্বর্গ থেকে নরক’ চলচ্চিত্রে এই দুটো দিকই তুলে ধরা হয়েছে।
×