ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৩৪, ১৪ জুন ২০১৬

দশম শ্রেণির পড়াশোনা

ব্যবসায় উদ্যোগ (পূর্ব প্রকাশের পর) ১৭. মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন কত প্রকার? ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার ১৮. আত্মকর্মসংস্থান হচ্ছে মজুরি/বেতনভিত্তিক চাকরির- ক) অনুরূপ পেশা খ) বিকল্প পেশা গ) অনুরূপ পেশা নয় ঘ) সাধারণ পেশা ১৯. নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের সুবিধা কোনটি? ক) চুক্তিজনিত অধিকার আদায়ে মামলা দায়ের খ) সম্পত্তি পুনরুদ্ধার গ) ব্যবসায়ের বিলোপসাধন ঘ) বিশ্বাস ভঙ্গের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ ২০. প্রত্যেক দেশেই বিমার কদর বেড়ে চলেছে।কারণ- র. দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্যে রর. অর্থনৈতিক উন্নয়নের জন্যে ররর. শিল্প বাণিজ্যের উন্নয়নের জন্যে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২১. আধুনিককালে ব্যবসায় টু ব্যবসায় বলে অভিহিত করা কোনটিকে? ক) বাণিজ্যকে খ) ব্যাংককে গ) বিমাকে ঘ) বিজ্ঞাপনকে ২২. বিজ্ঞাপনের মাধ্যম কোনটি? ক) কম্পিউটার খ) ফটোস্ট্যাট গ) ইন্টারনেট ঘ) টেলিফোন ২৩. আত্মকর্মসংস্থানের ক্ষেত্র- র. ওয়েল্ডিং রর. ব্লক ও বাটিক ররর. গ্রামীণ ফোন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৪. অগ্নি বিমা করা হয়- র. পণ্যের জন্যে রর. কারখানার জন্যে ররর. ঘরবাড়ির জন্যে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৫. একমালিকানা ব্যবসায়ে মালিকের দায়দায়িত্ব- র. সসীম রর. সীমাবদ্ধ ররর. সীমাহীন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) ররর ঘ) র, রর ও ররর ২৬. জনগণের সঞ্চয় ও বিনিয়োগ মানসিকতা ও সরকারের পৃষ্ঠপোষকতা কোন ব্যবসায় পরিবেশের উপাদান? ক) প্রাকৃতিক খ) অর্থনৈতিক গ) সামাজিক ঘ) রাজনৈতিক ২৭. বিজ্ঞাপনের মাধ্যম কোনটি? র. লিফলেট রর. ম্যাগাজিন ররর. বিলবোর্ড নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৮. যেকোন দেশের উন্নয়নে কোন খাত মুখ্য ভূমিকা পালন করে? ক) কৃষি খ) অর্থনৈতিক গ) শিল্প ঘ) প্রাকৃতিক ২৯. পৃথিবীর সকল দেশেই কোন ধরনের ব্যবসায় সংগঠনের সংখ্যা সর্বাধিক? ক) কোম্পানি খ) এক মালিকানা গ) অংশীদারি ঘ) রাষ্ট্রীয় ৩০. সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সং খ্যা দ্বারা সীমাবদ্ধ কোম্পানিকে কী বলা হয়? ক) প্রাইভেট লিমিটেড কোম্পানি খ) পাবলিক লিমিটেড কোম্পানি গ) অসীম দায় সম্পন্ন কোম্পানি ঘ) সাধারণ পরিমিত যৌথ মূলধনী কোম্পানি ৩১. ব্যক্তির জীব বা সম্পত্তি বিনাসের ঝুঁকি কোন ধরণের বিমার আওতাভুক্ত? ক) জীবন বিমা খ) দূর্ঘটনা বিমা গ) দাঙ্গা বিমা ঘ) বিশ্বস্ততা বিমা ৩২. বিশ্বের প্রথম অংশীদারি আইন কোনটি? ক) ব্রিটিশ অংশীদারি আইন ১৮৩০ খ) ব্রিটিশ চুক্তি আইন ১৯৭২ গ) অংশীদারি আইন ১৯৩২ ঘ) অংশীদারি আইন ১৯৯৪ ৩৩. কোন ব্যবসায়ের অসুবিধা দূর করার নিমিত্তে অংশীদারি ব্যবসায়ের উদ্ভব হয়? ক) যৌথমূলধনী ব্যবসায় খ) একমালিকানা ব্যবসায় গ) রাষ্ট্রীয় ব্যবসায় ঘ) সমবায় সমিতি ৩৪. ইউনিলিভার কোম্পানির হুইল সাবানের প্যাকেটে হুইল নামের উপরে ছোট্ট একটি অক্ষর রয়েছে (জ)। এটির মাধ্যমে কোম্পানিটি এর একচ্ছত্র অধিকার সংরক্ষণ করে। এখানে ছোট্ট ইংরেজি অক্ষর (জ) দ্বারা কী বোঝানো হয়েছে? ক) ট্রেডমার্ক খ) রেজিস্টার্ড ট্রেডমার্ক গ) রেজিস্ট্রেশন ঘ) কপিরাইট ৩৫. ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে কে গভীর জ্ঞান রাখেন? ক) উদ্যোক্তা খ) ব্যবসায় উদ্যোক্তা গ) শিল্প উদ্যোক্তা ঘ) সফল উদ্যোক্তা ৩৬. রাকিব একজন শিক্ষিত বেকার। তিন অন্যের আধি চাকরি করা পছন্দ করেন না। তিনি যদি ব্যবসায় করতে চান তবে তাকে প্রথমে কী করতে হবে? ক) ঋণ গ্রহণ করতে হবে খ) মূলধন গঠন করতে হবে গ) ঝুঁকি গ্রহণ করতে হবে ঘ) উদ্যোগ গ্রহণ করতে হবে ৩৭. বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য দ্রব্যের ব্যবহার শুরু হয় কখন? ক) প্রাচীন যুগে খ) মধ্য যুগে গ) আধুনিত যুগে ঘ) প্রাগৈতিহাসিক যুগে ৩৮. নিচের কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান? ক) মূলধন খ) জলবায়ূ গ) ভূমি ঘ) সরকার ৩৯. বর্তমান সময়ে উদ্যোক্তা কীভাবে সৃষ্টি হয়? ক) ব্যক্তিগত নৈপুন্য দ্বারা খ) জন্মগতভাবে গ) শিক্ষা, প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে ঘ) সদিচ্ছার দ্বারা ৪০. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা- র.প্রাচীন যুগ রর. মধ্য যুগ ররর. আধুনিক যুগ নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪১. কোম্পানি নিবন্ধনের জন্য করণীয় কী? র. নিবন্ধকের অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ রর. আবেদনপত্র পূরণ করে নির্ধারিত ফিসহ জমাদান ররর. প্রয়োজনীয় দলিলপত্র নিবন্ধকের নিকট জমাদান নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪২. কোনটি ছাড়া কোনো ব্যবসায় হয় না? ক) ক্ষতি খ) লাভ গ) ঝুঁকি ঘ) বিমা ৪৩. সরকার কোন সংস্থার মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে সুযোগ সুবিধা প্রদান করছে? ক) বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা খ) বাংলাদেশ উন্নয়ন ব্যাংক গ) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা ঘ) বেসিক ব্যাংক লিমিটেড ৪৪. মাদুর তৈরি কোন শিল্পের অন্তর্ভুক্ত? ক) ক্ষুদ্র শিল্প খ) কুটির শিল্প গ) সেবা শিল্প ঘ) বৃহদায়তন শিল্প ৪৫. কোন ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় অংশীদারি ব্যবসায় অপেক্ষা অধিক সুবিধা ভোগ করে? ক) দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খ) মূলধনের ক্ষেত্রে গ) দায়ের দিক থেকে ঘ) কোনোটিই নয় ৪৬. প্রাইভেট লিমিটেড কোম্পানি কী পাওয়ার পর পরই কার্যত করতে পারে? ক) ট্রেড লাইসেন্স খ) অনুমতি পত্র গ) সম্মতিসূচক পত্র ঘ) নিবন্ধন পত্র ৪৭. যে ব্যবসায়ে ঝুঁকির সম্ভাবনা কম সে ব্যবসায়ের লাভের সম্ভাবনা কেমন হয়? ক) অর্ধেক খ) পুরো গ) কম ঘ) বেশি ৪৮. ব্যবস্থাপনাকে বলা হয়- র. ধারাবাহিক প্রক্রিয়া রর. দলগত প্রক্রিয়া ররর. চলমান প্রক্রিয়া নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর নিচের উদ্দীপকটি পড়ো এবং ২টি প্রশ্নের উত্তর দাও। রবিন গঞ্জে একটা মুদি দোকান চালায়। সে শহর থেকে মালামাল কিনে এনে দোকানে বিক্রয় করে। পুঁজি কম থাকায় বেশি মাল একত্রে আনতে পারে না। এজন্য বার বার মাল কিনতে যাওয়ায় নানান সমস্যা হয়। সে মনে করে পুঁজি বেশি থাকলে সে অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারতো। ৪৯. পণ্য নির্বাচনের পূর্বে নিরূপণ করতে হবে- র. চাহিদা রর. গ্রহণযোগ্যতা ররর. সহজ প্রাপ্যতা নিচের কোনটি সঠিক? ক) ব্যক্তিগত খ) স্থানগত গ) রূপগত ঘ) কালগত ৫০. যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে কিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ১. (ক) ২. (ক) ৩. (ঘ) ৪. (খ) ৫. (ক) ৬. (ঘ) ৭. (খ) ৮. (ক) ৯. (খ) ১০. (ক) ১১. (ঘ) ১২. (গ) ১৩. (ঘ) ১৪. (গ) ১৫. (খ) ১৬. (ঘ) ১৭. (ঘ) ১৮. (খ) ১৯. (ক) ২০. (গ) ২১. (ক) ২২. (গ) ২৩. (ক) ২৪. (ঘ) ২৫. (গ) ২৬. (খ) ২৭. (ঘ) ২৮. (গ) ২৯. (খ) ৩০. (খ) ৩১. (খ) ৩২. (গ) ৩৩. (খ) ৩৪. (খ) ৩৫. (ঘ) ৩৬. (ঘ) ৩৭. (খ) ৩৮. (ক) ৩৯. (গ) ৪০. (ঘ) ৪১. (ঘ) ৪২. (গ) ৪৩. (গ) ৪৪. (খ) ৪৫. (ক) ৪৬. (ঘ) ৪৭. (গ) ৪৮. (ঘ) ৪৯. (ক) ৫০. (ক)
×