ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৩৪, ১৪ জুন ২০১৬

নবম শ্রেণির পড়াশোনা

সাধারণ বিজ্ঞান র্(পূর্ব প্রকাশের পর) ২৭. বস্ত্র তৈরি হয়- থেকে। ক) সুতা খ) ইট গ) রাবার ঘ) লোহা ২৮. বয়ঃসন্ধিকালে ছেলেদের শারীরিক পরিবর্তনের মধ্যে রয়েছে- র. স্বরভঙ্গ হওয়া ও গলার স্বর মোটা হওয়া রর. বুক ও কাঁধ চওড়া হয়ে ওঠা ররর. কোমড়ের হাড় মোটা হওয়া নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৯. দেহকোষে বিপাক কাজ সম্পন্ন করার জন্য খাদ্যে কোনটির উপস্থিতি অতি আবশ্যক? ক) ভিটামিন-ডি খ) ভিটামিন-বি কমপেক্স গ) ভিটামিন-সি ঘ) ভিটামিন-কে ৩০. কোন বিজ্ঞানী সর্বপ্রথম অভিব্যক্তির ওপর বিশ্লেষণী তত্ত্বপ্রতিষ্ঠা করেন? ক) ডারউইন খ) স্পেনসার গ) অ্যারিস্টটল ঘ) ল্যামার্ক ৩১. জীবাশ্মা হলো ভূগর্ভের শিলাস্তরে দীর্ঘকাল চাপা পড়ে থাকা জীবের- র. প্রস্তরীভূত দেহ রর. দেহছাপ ররর. প্রস্তরীভূত অঙ্গ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩২. পানির- র. ঘনত্ব তাপমাত্রার ওপর নির্ভরশীল রর. গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক এর মধ্যে পার্থক্য ১০০ ক ররর. একটি বৈশিষ্ট্য হল বিশুদ্ধ অবস্থায় তড়িৎ অপরিবাহী নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৩. দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কী বলে? ক) প্রিজম খ) লেন্স গ) গোলীয় দর্পণ ঘ) আতশী কাচ ৩৪. মহিলাদের অস্টিওম্যালোসিয়া রোগ হয় কোনটির অভাবে? ক) ফসফরাস খ) ক্যালসিয়াম গ) লৌহ ঘ) সুক্রোজ ৩৫. সরীসৃপের হৃৎপিন্ডে- র. দুটি অলিন্দ থাকে রর. অসম্পূর্ণভাবে বিভক্ত দুটি নিলয় থাকে ররর. সর্বমোট পাঁচটি প্রকোষ্ঠ থাকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৬. "জীবের প্রয়োজন জীবদেহে কোনো নতুন অঙ্গের উৎপত্তি বা কোন পুরানো অঙ্গের অবলুপ্তি ঘটাতে পারে" এটি কার মতবাদ? ক) ডারউইন খ) গ্রেগর মেনডেল গ) ল্যামার্ক ঘ) এরিস্টটল ৩৭. বয়ঃসন্ধিকালের বেড়ে ওঠা কী রকম? ক) অনেক ধীর খ) অনেকটি আকস্মিক গ) অনেকটা স্বাভাবিক ঘ) গতিশীল ৩৮. রেটিনার সৃষ্ট উল্টো প্রতিবিম্বকে পুনরায় উল্টে দেয় কে? ক) মস্তিষ্ক খ) আইরিস গ) অপটিক নার্ভ ঘ) রেটিনা ৩৯. মাছ কোন কাজে ফুলকা ব্যবহার করে? ক) রক্ত সঞ্চালনে খ) শ্বাসকার্য সম্পাদনে গ) সাঁতার কাটতে ঘ) খাদ্য পরিপাকে ৪০. চোখের লেন্সের গোলকের ব্যাসার্ধ হ্রাস পেলে কোন ত্রুটির সৃষ্টি হয়? ক) বিষম দৃষ্টি খ) হ্রস্ব দৃষ্টি গ) দূর দৃষ্টি ঘ) বার্ধক্য দৃষ্টি ৪১. ফাস্ট ফুড কোনটি অধিক পরিমাণে থাকে? ক) স্নেহ পদার্থ খ) রাসায়নিক পদার্থ গ) খনিজ লবণ ঘ) ভিটামিন ৪২. ডারউইন কোন শহরে জন্মগ্রহণ করেন? ক) লন্ডন খ) ভাকোটা গ) লস এঞ্জেলস ঘ) স্রাসবেরি ৪৩. পানির পাইপ তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কোনটি? ক) পলিথিন খ) পলিপ্রপিন গ) পিভিসি ঘ) টেফলন ৪৪. পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া- র. পরিস্রাবণ রর. ক্লোরিনেশন ররর. পাতন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৫. চোখকে রোগমুক্ত রাখতে সহায়তা করে- র. মিষ্টি আলু রর. গরুর মাংস ররর. গাজর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৬. এসিডিটির জন্য- র. দায়ী ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ রর. অধিক পেঁপে খাওয়া উচিত ররর. লেটুসপাতা খাওয়া উচিত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৭. ক্ষারকের মধ্যে লিটমাস দ্রবনের রং? ক) নীল খ) লাল গ) হলুদ ঘ) গোলাপি ৪৮. একজন স্ত্রীলোকের দেহের স্বাভাবিক ইগও কত হওয়া বাঞ্ছণীয়? ক) ১৮-২০ খ) ১৬-১৮ গ) ১৯-২৪ ঘ) ২০-২৫ উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * সাদিয়া শারমিন একটি সোনালী রঙের ঘড়ি কিনলো। কিছুদিন পর সে দেখল ঘড়ির সোনালী রং উঠে যাচ্ছে। ৪৯. পুরুষের ক্ষেত্রে শুক্রাণু গঠনের সময় চারটি শুক্রাণুর মধ্যে- র. দুটি শূক্রাণুর প্রতিটিতে ২২টি অটোজোম ও একটি ঢ ক্রোমোজোম থাকে রর. দুটি শূক্রাণুর প্রতিটিতে ২২ জোড়া অটোজোম ও একটি অ ক্রোমোজোম থাকে ররর. দুটি শূক্রাণুর প্রতিটিতে ২২টি অটোজোম ও একটি ণ ক্রোমোজোম থাকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৫০. পাখির অগ্রপদ কোন কাজে ব্যবহৃত হয়? ক) উড়ার কাজে খ) হাঁটার কাজে গ) খাদ্য সংগ্রহের কাজে ঘ) আত্মরক্ষার জন্য সঠিক উত্তর: ১. (খ) ২. (ক) ৩. (ক) ৪. (খ) ৫. (গ) ৬. (ঘ) ৭. (ক) ৮. (ঘ) ৯. (ঘ) ১০. (ঘ) ১১. (খ) ১২. (ক) ১৩. (ক) ১৪. (খ) ১৫. (ঘ) ১৬. (খ) ১৭. (ক) ১৮. (খ) ১৯. (ঘ) ২০. (খ) ২১. (গ) ২২. (ক) ২৩. (গ) ২৪. (গ) ২৫. (খ) ২৬. (ঘ) ২৭. (ক) ২৮. (ক) ২৯. (খ) ৩০. (ঘ) ৩১. (ঘ) ৩২. (ঘ) ৩৩. (খ) ৩৪. (খ) ৩৫. (ক) ৩৬. (গ) ৩৭. (খ) ৩৮. (ক) ৩৯. (খ) ৪০. (গ) ৪১. (খ) ৪২. (ঘ) ৪৩. (গ) ৪৪. (ঘ) ৪৫. (খ) ৪৬. (গ) ৪৭. (ক) ৪৮. (গ) ৪৯. (খ) ৫০. (ক)
×