ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আট মেট্রিক টন হাতির দাঁত ধ্বংস

প্রকাশিত: ০৫:৩০, ১৪ জুন ২০১৬

আট মেট্রিক টন হাতির দাঁত ধ্বংস

সিঙ্গাপুর চোরাকারবারীদের নিরুৎসাহিত করতে গত দুই বছরে জব্দ প্রায় আট মেট্রিক টন হাতির দাঁত ধ্বংস ও আগুনে পোড়ানো হয়েছে। আগুনে পোড়ানোর আগে প্রায় ৭ দশমিক ৯ মেট্রিক টন ওজনের দুই হাজার ৭শ’র বেশি হাতির দাঁত চূর্ণ-বিচূর্ণ করা হয়। কৃষি, খাদ্য ও গবাদিপশু কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সিঙ্গাপুরে এই প্রথমবারের মতো জব্দ করা হাতির দাঁত ধ্বংস করা হলো। এর আগে উদ্ধার করা হাতির দাঁত যে দেশ থেকে পাচার করে আনা হয়েছিল সেই দেশে ফেরত পাঠানো হত, জাদুঘরে দান করা বা ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেয়ার জন্য রাখা হত। -এএফপি
×