ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাছিপ্রেম!

প্রকাশিত: ০৫:২৭, ১৪ জুন ২০১৬

মাছিপ্রেম!

ফরমালিনযুক্ত খাবারে সাধারণত মাছি বসে না। তাই দেখা যাচ্ছে, খোলা বাজারের ফল ব্যবসায়ীরা মাছিপ্রেমীতে পরিণত হয়েছেন। কারণ সাধারণের বিশ্বাস, যে ফলে মাছি বসে তাতে ফরমালিন মেশানো থাকে না। আর এজন্য মাছিই প্রমাণ দিতে পারে ফল বা খাবারটি বিশুদ্ধ। তবে বিভিন্ন রোগবাহিত এ মাছি থেকে অবশ্যই খাবারকে রক্ষা করতে হয়। নতুবা বিভিন্ন রোগের সংক্রমণ দেখা দিতে পারে। ছবি জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রীর।
×