ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোহাম্মদপুর মীনাবাজার ও চকে ভেজাল সেমাই কারখানাকে জরিমানা

প্রকাশিত: ০৫:২৬, ১৪ জুন ২০১৬

মোহাম্মদপুর মীনাবাজার ও চকে ভেজাল সেমাই কারখানাকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী অভিযান শুরু করেছে ডিএমপি ও সিটি কর্পোরেশন। একই সময়ে ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু হয়েছে। এর মধ্যে সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন এবং হিমায়িত মাংস রাখায় রাজধানীর মোহাম্মদপুরের মীনাবাজারকে দেড় লাখ টাকা জরিমানা করেছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। চকবাজারে ভেজাল সেমাই কারাখানকে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সোমবার সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন এবং হিমায়িত মাংস রাখায় মোহাম্মদপুরের সুপার শপ মীনাবাজারকে দেড় লাখ টাকা জরিমানা করেছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৫ এর কর্মকর্তা অজিউর রহমানের নেতৃত্বে এক অভিযানে এই জরিমানা করা হয়। এ সময় মোহাম্মদপুর টাউন হল মার্কেট এলাকায় ফুটপাথ দখলমুক্ত করারও চেষ্টা চালানো হয়। সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, রমজান মাস উপলক্ষে ভেজালমুক্ত খাবার নিশ্চিত করা ও চলার পথ ফুটপাথ দখলমুক্ত করার লক্ষ্যে এই অভিযান শুরু হয়েছে। অভিযানের শুরুতেই বেলা ১১টার দিকে মোহাম্মদপুর টাউন হল মার্কেটের সামনের পার্কিংয়ের জায়গা দখল করে বসা ফলের দোকান, কনফেকশনারির দোকানের ফ্রিজ ও অন্যান্য মাল তুলে দেয়া হয়। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তাদের নির্দেশে ফুটপাথ দখল করে নির্মিত ‘জান্নাত হোটেলের’ পাকা চুলা ভেঙে ফেলাও শুরু হয়। অবশ্য কর্মকর্তারা অন্যান্য স্থাপনা উচ্ছেদে ব্যস্ত হয়ে পড়লে চুলা ভাঙার কাজ থামিয়ে দেন হোটেলটির কর্মচারীরা। এ ব্যাপারে আঞ্চলিক কর্মকর্তা অজিউর রহমান জানান, আমরা তাদের সতর্ক করে দিচ্ছি। অভিযানটি নিয়মিত কাজের অংশ। প্রয়োজনে কয়েকদিন পর আবার এখানে অভিযান চালানো হবে।
×