ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাফিজ আহমেদ প্রাইম ব্যাংকের নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান

প্রকাশিত: ০৫:২৫, ১৪ জুন ২০১৬

মাফিজ আহমেদ প্রাইম ব্যাংকের নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান

প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সম্প্রতি সর্বসম্মতিক্রমে ১ জুন ২০১৬ থেকে মাফিজ আহমেদ ভূঁইয়াকে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত করেছেন। জনাব ভূঁইয়া প্রাইম ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। তৈরি পোশাক শিল্পের সূচনালগ্নে পশ্চাৎমুখী সংযোগ শিল্প স্থাপনে একজন সফল ব্যবসায়ী হিসেবে তাঁর অবদান উল্লেখযোগ্য। তাইওয়ান, হংকং, চীন ও কোরিয়ার মতো উন্নত দেশগুলোর সাথে যৌথ উদ্যোগে শিল্প প্রতিষ্ঠান স্থাপনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। -বিজ্ঞপ্তি। রিপাবলিক ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত মোহাঃ হানিফ চৌধুরী ও মিসেস হাসিনা গাজী রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের যথাক্রমে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। একই সাথে হামদান হোসেন চৌধুরী (পরিচালক, পাবলিক শেয়ারহোল্ডার,) আতাউল হক (স্বতন্ত্র পরিচালক) এবং এস.এম সফিউল হক (পরিচালক, উদ্যোক্তা শেয়ারহোল্ডার) যথাক্রমে নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ক্লেইমস কমিটির চেয়ারম্যান হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৯৮তম সভায় সর্বসম্মতিক্রমে তারা নিজ নিজ পদে পুনর্নির্বাচিত হয়েছেন। মোহাঃ হানিফ চৌধুরী ২০০০-২০১৪ সাল পর্যন্ত কোম্পানির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম জেলার অধিবাসী মোহাঃ হানিফ চৌধুরী দেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী। তিনি ইউনিটেক্স গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান। ঈদের পোশাক তৈরিতে ব্যস্ত কেরানীগঞ্জের কারখানাগুলো অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদকে সামনে রেখে নতুন পোশাক তৈরি করতে কারখানাগুলোতে বিশ্রামহীন সময় পার করছেন শ্রমিকরা। মৌসুম হওয়ায় চাহিদা বেড়েছে, কাজও বেড়েছে। অন্যদিকে বাড়তি টাকাও আয় করছেন তারা। তবে বিদেশী পোশাকের ডিজাইন অনুকরণের কারণে এবার কিছুটা হলেও উৎপাদন কম হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সময়ের সঙ্গে পাল্লা দিয়েই নতুন পোশাক তৈরির কাজ চলছে কেরানীগঞ্জের কারখানাগুলোতে। চোখে ঘুম আর চেহারায় ক্লান্তির ছাপ নিয়ে রমজান মাসেও বিরামহীন কাজ করছেন এখানকার শ্রমিকরা। ঈদ উপলক্ষে তৈরি করছেন প্যান্ট, শার্ট, গেঞ্জি, পাঞ্জাবিসহ বিভিন্ন পোশাক। শ্রমিকরা জানান, বছরজুড়ে কারখানাগুলোতে কাজ থাকলেও ঈদকে কেন্দ্র করে যেমন কয়েক গুণ কাজ বেড়ে যায়। বাড়তি আয়ও হয় তাদের। এদিকে অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণে এ কারখানাগুলোতে মানসম্পন্ন পোশাক তৈরি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে কেরানীগঞ্জে গড়ে উঠেছে ছোট-বড় কয়েক হাজার তৈরি পোশাক কারখানা।
×