ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবুধাবি খেজুর উৎসব জুলাই মাসে

প্রকাশিত: ০৫:২৫, ১৪ জুন ২০১৬

আবুধাবি খেজুর উৎসব জুলাই মাসে

প্রতি বছরের মতো এবারও খেজুর উৎসবের আয়োজন করতে যাচ্ছে আমিরাতের আবুধাবি প্রদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রণালয়। আসছে জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ খেজুর উৎসব। এ উপলক্ষে ইতোমধ্যে নানা কর্মসূচী হাতে নিয়েছে প্রদেশটির সরকার। সোমবার খালিজ টাইমসের এক খবরে জানানো হয়েছে, খেজুর চাষিদের উৎসাহিত করতে এবারও লিওয়া শহরে এই উৎসবের আয়োজন করছে প্রদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রণালয়। প্রতি বছর সাধারণত দশ দিনব্যাপী চলে এ উৎসব। গত বছর খেজুর উৎসবে প্রায় ২০ হাজার দেশী-বিদেশী দর্শকের সমাগম হয়েছিল। সাধারণত শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুর নিচে বিশাল এলাকাজুড়ে আয়োজন করা হয় খেজুর প্রদর্শনীর। উৎসবে বিভিন্ন এলাকার কৃষক সবার সামনে তার খামারের খেজুর নিয়ে আসেন। এতে গড়ে ১৫০টির বেশি দোকানে বিক্রি হয় ৩০ লাখ দিরহামের খেজুর। -অর্থনৈতিক রিপোর্টার
×