ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পোশাক শ্রমিকদের কল্যাণ তহবিলের জন্য ব্যাংক এ্যাকাউন্ট খোলা হয়েছে

প্রকাশিত: ০৫:২৪, ১৪ জুন ২০১৬

পোশাক শ্রমিকদের কল্যাণ তহবিলের জন্য ব্যাংক এ্যাকাউন্ট খোলা হয়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে গঠিত তহবিলের জন্য একটি ব্যাংক এ্যাকাউন্ট খোলা হয়েছে। রাজধানীর রমনায় অবস্থিত সোনালী ব্যাংক শাখায় চালুকৃত এই এ্যাকাউন্টে পোশাক রফতানির বিপরীতে যে এলসি নগদায়ন করা হবে তা থেকে মোট রফতানি মূল্যের দশমিক শূন্য ৩ শতাংশ অর্থ জমা দিতে হবে। রবিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ ব্যাপারে সব ডিলার ব্যাংককে নির্দেশনা দেয়া হয়েছে। সার্কুলানে বলা হয়, বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ এর সংশ্লিষ্ট বিধানাবলী বাস্তবায়নকল্পে শতভাগ রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য কেন্দ্রীয় তহবিল গঠনের লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড, রমনা কর্পোরেট শাখা, ঢাকায় ‘সেন্ট্রাল ফান্ড (আরএমজি সেক্টর)’ শিরোনামে একটি হিসাব খোলা হয়েছে। আগামী ১ জুলাই থেকে তৈরি পোশাক রফতানির প্রতিটি কার্যাদেশের বিপরীতে প্রাপ্ত রফতানি মূল্যের ০.০৩ শতাংশ হারে কর্তনপূর্বক ৭ দিনের মধ্যে এই হিসাবের অনুকূলে স্থানান্তর করতে হবে। এ সিদ্ধান্ত কোনরূপ ব্যত্যয় ব্যতিরেকে পরিপালন করার জন্য সব অনুমোদিত ডিলার ব্যাংক শাখাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে বলে সার্কুলারে জানানো হয়। পাশাপাশি সোনালী ব্যাংক হিসাবে স্থানান্তরিত অর্থ কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ডকে অবহিত করতে হবে।
×