ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঈদ শপিংয়ে ব্যস্ত সিলেটের নারীরা

প্রকাশিত: ০৫:২৪, ১৪ জুন ২০১৬

ঈদ শপিংয়ে ব্যস্ত সিলেটের নারীরা

অর্থনৈতিক রিপার্টার ॥ রোজার শুরুতে ঈদ শপিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সিলেটের নারীরা। তাদের সবার স্রোত এখন বুটিক হাউসমুখী। দামে সস্তা, নিজস্ব ডিজাইন এবং মনের মতো রঙের কারণে বুটিকের পোশাক দিয়েই ঈদে নিজেদের সাজাতে চান তরুণীরা। আর চাহিদা বেড়ে যাওয়ায় দিন-রাত কাজ চলছে বুটিক কারখানায়। নগরীর তাঁতিপাড়া ফাল্গুনী বুটিক হাউস। ব্যস্ত এখানকার বুটিক শিল্পীরা। এক রঙের কাপড়ে বাহারি রঙের ব্লক করে নান্দনিক আকার দেয়া হচ্ছে শাড়ি, সালোয়ার কামিজ কিংবা বিছানার চাদরে। ঈদ যতই ঘনিয়ে আসছে চাপও বাড়ছে সমান তালে। ঈদের পোশাক নিজের মতো করে তৈরি করতে ফ্যাশন সচেতন অনেক তরুণী সরাসরি চলে আসছেন কারখানায়। আর শিল্পীরাও প্রাধান্য দিচ্ছেন তাদের পছন্দকে। কারিগরদের দিন-রাত পরিশ্রমের ফসল শাড়ি কিংবা সালোয়ার-কামিজ শোভা পাচ্ছে নগরীর বুটিক হাউসগুলোতে।
×