ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্যাংকিং খাতে তারল্য সঙ্কট তৈরির আশঙ্কা

প্রকাশিত: ০৫:২৪, ১৪ জুন ২০১৬

ব্যাংকিং খাতে তারল্য সঙ্কট  তৈরির আশঙ্কা

অর্থনৈতিক রিপার্টার ॥ সুদের হার কমায় ব্যাংকে আমানত রাখার হার কমছে। অন্যদিকে বাড়ছে ঋণ বিতরণ। এতে তারল্য সঙ্কট তৈরির আশঙ্কা তৈরি হচ্ছে ব্যাংকিং খাতে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত মার্চ পর্যন্ত ৯টি ব্যাংকের গৃহীত আমানতের বিপরীতে বিতরণকৃত ঋণের অনুপাত নির্ধারতি সীমাকে ছাড়িয়ে গেছে। আরও ছয় ব্যাংকের আমানত-ঋণ অনুপাত নির্ধারিত সীমার প্রায় কাছাকাছি পর্যায়ে চলে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত মার্চ পর্যন্ত ব্যাংকিং খাতে আমানত বেড়েছে ৮ দশমিক ২৮ শতাংশ। অথচ এক বছর আগে অর্থাৎ ২০১৫ সালের মার্চে আমানত বেড়েছিল ১২ দশমিক ৪৯ শতাংশ। অন্যদিকে গত মার্চে বেসরকারী খাতে ঋণ প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ১৬ শতাংশ। এমনকি এপ্রিলে তা সাড়ে ১৫ শতাংশকে ছাড়িয়ে গেছে, যা গত ৩৯ মাসের মধ্যে সর্বোচ্চ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সুদের হার কমে আসায় ঋণ ও আমানতে এই বিপরীত চিত্র দেখা যাচ্ছে। ব্যাংকিং খাতে সার্বিক ঋণ-আমানত দ্রুতই নির্ধারিত সীমার কাছাকাছি পর্যায়ে চলে আসছে। ব্যাংকিং খাতে তারল্য সঙ্কট মোকাবেলায় এই সীমা ৮৫ শতাংশে নির্ধারণ করে দেয়া আছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ পর্যন্ত বেসরকারী ব্যাংকের ঋণ-আমানত অনুপাত দাঁড়িয়েছে ৮১ শতাংশে। ২০১৫ সালে মার্চে এই খাতে ঋণ-আমানত অনুপাত ছিল ৭৭.৮৬ শতাংশ। পরিসংখ্যানে আরও দেখা গেছে, আটটি বেসরকারী ব্যাংকের ঋণ-আমানত অনুপাত নির্ধারিত সীমার বেশি। এ ব্যাংকগুলো হলো, এবি ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এক্সিম ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, ওয়ার ব্যাংক, স্টান্ডার্ড ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংক। সরকারী ব্যাংকের মধ্যে বেসিক ব্যাংকের ঋণ-আমানত অনুপাত নির্ধারিত সীমার বেশি, ৮৭ শতাংশ। এছাড়া ছয়টি বেসরকারী ব্যাংকের ঋণ-আমানত অনুপাত ৮০ শতাংশের ওপরে। এর মধ্যে এনআবি গ্লোবাল ও ইউনিয়ন ব্যাংকের ঋণ-আমানত অনুপাত ৮৫ শতাংশ ছুঁই ছুঁই। তবে ব্যাংকিং খাতে সার্বিক ঋণ-আমানত অনুপাত ৮০ শতাংশের নিচে রয়েছে। গত মার্চ শেষে ব্যাংকিং খাতে ঋণ-অনুপাত দাঁড়িয়েছে ৭১ দশমিক ৪৭ শতাংশে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সঞ্চয়পত্রে অপেক্ষাকৃত উচ্চ সুদের কারণে সাধারণ মানুষ সেদিকেই ঝুঁকছেন বেশি। এতে ব্যাংকে আমানত রাখা কমে আসছে। এছাড়া ব্যাংকিং ব্যবস্থায় সুদের হার দিন দিন কমছে। এ কারণে ঋণ বাড়ছে, আমানত কমছে। এ অবস্থা চলতে থাকলে অচিরেই ব্যাংক ব্যবস্থায় বিদ্যমান অতি তারল্যের বদলে সঙ্কট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
×