ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘মূল্যস্ফীতিতে নাটকীয় অবনমন, দশ বছরের মধ্যে সর্বনিম্ন’

প্রকাশিত: ০৫:১৮, ১৪ জুন ২০১৬

‘মূল্যস্ফীতিতে নাটকীয় অবনমন, দশ বছরের মধ্যে সর্বনিম্ন’

বিশেষ প্রতিনিধি ॥ হঠাৎ করেই মূল্যস্ফীতিতে নাটকীয় অবনমন ঘটেছে। গত ১০ বছরের মধ্যে মূল্যস্ফীতি সর্বনিম্ন অবস্থায় নেমে এসেছে। এমনই দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, চলতি বছরের মে মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। আর পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মে মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৫ শতাংশ। যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি। এর আগে মাস এপ্রিলে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৬১ শতাংশ। সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে মে মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৫ শতাংশে, যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি।’ এরমধ্যে মে মাসে খাদ্যপণ্যের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮১ শতাংশ। যা এপ্রিল মাসে ছিল ৩ দশমিক ৮৪ শতাংশ। আর এ মাসে খাদ্য বহির্ভূতপণ্যের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯২ শতাংশ, যা আগের মাসে ছিল ৮ দশমিক ৩৮ শতাংশ। তবে মন্ত্রী তার এ দাবির স্বপক্ষে প্রমাণ দেখাতে পারেননি। ১০ বছর আগে সর্বনিম্ন মূল্যস্ফীতি কত ছিল এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সেই তথ্য জানাতে পারেননি। এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ক্রমাগতভাবে আমাদের মূল্যস্ফীতি কমছে। খাদ্য বহির্ভূত পণ্যে এবং খাদ্য জাতীয় পণ্যের দাম কমায় মূল্যস্ফীতি কমেছে। সবজি ও ফসল ভাল হওয়ায়, আমদানি ব্যয় কমায় এবং দেশের অভ্যন্তরে তেলের দাম কমানোয় সার্বিক মূল্যস্ফীতি কমেছে। সরকারী চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধির প্রভাব বাজারে কিছুটা পড়েছে, নতুবা মূল্যস্ফীতি আরও কমত বলে জানান পরিকল্পনামন্ত্রী। এছাড়া চলতি মাস রোজার মাস হওয়ায় স্বাভাবিকভাবে কিছু পণ্যেও দাম বাড়তে পারে। ফলে এ মাসে কিছুটা মূল্যস্ফীতি হতে পারে, তবে তা খুব বেশি হবে না বলে মনে করেন মন্ত্রী। বিবিএস তথ্য অনুযায়ী, মে মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ। খাদ্য পণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ০৮ শতাংশ। যা তার আগের মাসে ছিল ৩ দশমিক ১১ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যে মে মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৩২ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৮০ শতাংশ। মে মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৭ দশমিক শূন্যে ৬ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ২২ শতাংশ। খাদ্য পণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫০ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৫১ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যে মে মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭৬ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ১১ শতাংশ। আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল আলম, আইএমইডির সচিব ফরিদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াজেদ প্রমুখ।
×