ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আলো দূষণের শিকার ৮৩ শতাংশ মানুষ

প্রকাশিত: ০৫:১৬, ১৪ জুন ২০১৬

আলো দূষণের শিকার  ৮৩ শতাংশ মানুষ

নগর জীবনে বৈদ্যুতিক আলো ছাড়া এক মুহূর্তও কল্পনা করা যায় না। এই আলো শুধু অন্ধকারই দূর করেনি কাজের গতিও বাড়ি দিয়েছে। অবশ্য বৈদ্যুতিক বাতি অন্ধকার দূর করলেও সঙ্গে সৃষ্টি করেছে আলো দূষণ। বর্তমানে বিশ্বের ৮৩ শতাংশ মানুষ এই দূষণের শিকার বলে সম্প্রতি এক গবেষণায় দাবি করেছেন গবেষকরা। জার্মানির পোস্টড্যাম শহরের রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সের গবেষকরা পৃথিবীতে আলোদূষণ এবং এর প্রভাব নিয়ে গবেষণা করেন। কৃত্রিম উপগ্রহসহ বিভিন্ন যন্ত্রের মাধ্যমে গবেষণা চালানো হয়। গবেষণায় দেখা যায়, সিঙ্গাপুর, কুয়েত ও কাতারের মানুষ সবচেয়ে বেশি আলো দূষণের শিকার হয়। তুলনামূলকভাবে কম দূষণের শিকার হন শাদ, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র এবং মাদাগাস্কারের জনগণ। গবেষক ক্রিস্টোফার কিব বলেন, নগরের রাস্তার বাতি, বাড়ির জানালা, গাড়ির হেডলাইটসহ বিভিন্ন যন্ত্র কৃত্রিম আলোর উৎস। গবেষকদের তৈরি মানচিত্র অনুযায়ী, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের ৯৯ শতাংশ মানুষ আলো দূষণের শিকার। পৃথিবীর এই অঞ্চলের রাতের আকাশ দিনের স্বাভাবিক আকাশের চেয়ে ১০ শতাংশ বেশি উজ্জ্বল থাকে। Ñসায়েন্স এ্যাডভান্সেস
×