ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফ্লোরিডায় সন্ত্রাসী হামলায় প্রধানমন্ত্রীর নিন্দা

প্রকাশিত: ০৫:১৫, ১৪ জুন ২০১৬

ফ্লোরিডায় সন্ত্রাসী হামলায় প্রধানমন্ত্রীর  নিন্দা

বিডিনিউজ ॥ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কমিউনিটি ক্লাবে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে সমাজ থেকে এই ‘বিদ্বেষমূলক ঝুঁকি’ নির্মূলে ঐক্যবদ্ধ উদ্যোগ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো এক বার্তায় তিনি বলেন, সম্ভাব্য কঠোর ভাষায় আমি এই হীন সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দা জানাই এবং যে কোন ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে আমার সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করছি। প্রধানমন্ত্রী বলেন, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সন্ত্রাসীদের বিবেচনা করা উচিত সন্ত্রাসী হিসেবেই। আমাদের শান্তিকামী সমাজ থেকে এসব বিদ্বেষমূলক আপদ নির্মূলে আসুন আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে দ্বিগুণ করি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ওমর মতিন নামে ২৯ বছর বয়সী এক যুবক রবিবার রাতে পালস নামের সমকামীদের নৈশক্লাবে ঢুকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই হত্যাকাণ্ড ঘটায়। পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে আফগান বংশোদ্ভূত এই মুসলিম আমেরিকানের এ্যাসল্ট রাইফেলের গুলিতে নিহত হন ৫০ জন, আহত হন আরও ৫৩ জন। শেখ হাসিনা বলেন, এই ঘটনায় তিনি শোকাহত ও মর্মাহত। বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে আপনার সরকার ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে চায় আমার সরকার ও জনগণ। সেসঙ্গে মানবসভ্যতার জন্য হুমকি হিসেবে উদ্ভূত এই সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ মোকাবেলায় অংশীদার হিসেবে আপনার সঙ্গে মিলে কাজ করার আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে তাও পুনর্ব্যক্ত করছি। প্রধানমন্ত্রী বলেন, আপনার প্রতি ও আপনার মাধ্যমে ওই ঘটনার শিকার এসব দুর্ভাগা মানুষের পরিবারের সদস্যদের এবং আমেরিকার জনগণের প্রতি আমরা গভীরতম শোক ও সমবেদনা জানাচ্ছি। সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো প্রতিটি মানুষের জন্যই বেদনা ও দুঃখে আমাদের হৃদয়ে রক্ত ঝরে।
×