ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মা-মেয়েকে গণধর্ষণ

বাউফলে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা বহিষ্কার

প্রকাশিত: ০৫:১৪, ১৪ জুন ২০১৬

বাউফলে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৩ জুন ॥ পটুয়াখালীর বাউফলে সংখ্যালঘু মা ও মেয়েকে গণধর্ষণের ঘটনায় জড়িত স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলো নাজিরপুর ইউনিয়নের রায় তাঁতেরকাঠি গ্রামের ১নং ওয়ার্ডের সহসভাপতি নূর আলম মল্লিক (৩৫) ও সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম (৩০)। বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজের নির্দেশে সোমবার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য, শনিবার রাতে উত্তর কাছিপাড়া গ্রামের এক সংখ্যালঘু মা (৩৮) ও তাঁর কলেজপড়ুয়া মেয়েকে (১৭) জোর করে ট্রলারে তুলে তেঁতুলিয়া নদীর চর ঈশানের কাছে ছয়জন গণধর্ষণ করে। এ ঘটনায় রবিবার বাউফল থানায় মামলা হয়। চীফ হুইপ আ স ম ফিরোজ এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।
×