ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আরও ১০ হাজার টন চাল পাঠানো হচ্ছে

প্রকাশিত: ০৫:১৩, ১৪ জুন ২০১৬

নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আরও ১০ হাজার টন চাল পাঠানো হচ্ছে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নাগরিকদের ত্রাণ সহায়তা হিসেবে দ্বিতীয় দফায় ১০ হাজার মেট্রিক টন চাল দিনাজপুর থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে পাঠানো হবে। সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ চাল পাঠানোর সিদ্ধান্ত হয়। দিনাজপুর সিএসডি গুদাম থেকে সাড়ে পাঁচ হাজার ও পঞ্চগড় সরকারী খাদ্যগুদাম থেকে সাড়ে চার হাজার মেট্রিক টন চাল সড়কপথে ট্রাকে আগামী সপ্তাহে পাঠানো হবে। দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল কাদির জানান, চাল পরিবহনের জন্য ইতোমধ্যে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ট্রাকযোগে চালগুলো দিনাজপুর ও পঞ্চগড় থেকে নেপালে পাঠানো হবে। গত বছরের জুন মাসে ক্ষতিগ্রস্ত নেপালীদের ত্রাণ সহায়তা হিসেবে ১০ হাজার মেট্রিক টন চাল বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে একইভাবে পাঠানো হয়েছিল।
×