ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে দু’টি ভেজাল ভোজ্য তেল কারখানায় অভিযান, আটক ৩

প্রকাশিত: ০৮:৫০, ১৩ জুন ২০১৬

চট্টগ্রামে দু’টি ভেজাল ভোজ্য তেল কারখানায় অভিযান, আটক ৩

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীতে দুটি ভেজাল ভোজ্যতেল কারখানায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান নগরীর অক্সিজেন-কুলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানান, কারখানা দুটি নিম্নমানের সয়াবিন ও পাম তেল মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বোতলে ভরে বাজারজাত করে আসছিল। অভিযান চালিয়ে কারখানা দুটি থেকে তিনজনকে আটক করা হয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্ধারিত মানের ভোজ্যতেল বাজারজাত করতে হলে যেসব যন্ত্রপাতি দরকার তার কিছুই এ দুটি কারখানায় নেই। এগুলোর বিএসটিআই লাইসেন্সও নেই। তিনি জানান, একটি কারখানার নাম পরিবার সুপার অয়েল হলেও অপরটির কোন নাম নেই। প্রতিষ্ঠানগুলো বিভিন্ন নামে বোতলজাত করে তেল বিক্রি করে। অন্যদিকে নগরীর চৌমুহনী ও দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে এক মাছ ব্যবসায়ী, একটি ওষুধ ফার্মেসিসহ ৬টি খাবারের হোটেলকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাশ অভিযান চালিয়ে এ জরিমানা করেন। বিকাশ চন্দ্র দাস জানান, অভিযানে চউক কর্ণফুলী মার্কেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, মাছ, মাংস ও সবজির দোকানে মূল্য তালিকা, দর ইত্যাদি পর্যবেক্ষণ করা হয়। এ সময় মোঃ শাকিল নামের এক মাছ ব্যবসায়ীর ওজন পরিমাপের বাটখারায় কম থাকায় ২ হাজার টাকা জরিমানা ও বাটখারা জব্দ করা হয়। এছাড়া পোড়া তেলে ইফতারি তৈরিসহ মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দেওয়ানহাট এলাকার হোটেল সিটি আইকে ১০ হাজার টাকা, নিউ মডেল ফুডকে ২০ হাজার টাকা, মা হোটেলকে ১০ হাজার টাকা, শাহ আমানত হোটেল এ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, কাশেম হোটেলকে ৫ হাজার টাকা, নেছার হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে দেওয়ানহাটের এমএ মেডিক্যালকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় বলে তিনি জানান।
×