ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আপীল বিভাগের রায় একাদশ শ্রেণীতে ভর্তি পরীক্ষা নিতে পারবে তিন কলেজ

প্রকাশিত: ০৮:৫০, ১৩ জুন ২০১৬

আপীল বিভাগের রায় একাদশ শ্রেণীতে ভর্তি পরীক্ষা নিতে পারবে তিন কলেজ

স্টাফ রিপোর্টার ॥ নটর ডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজে (নিজস্ব নিয়মে) একাদশ শ্রেণীতে ভর্তির জন্য পরীক্ষা গ্রহণ বৈধ বলে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপীল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা সরকারের আপীল খারিজ করে এই আদেশ দেয় আদালত। ফলে কলেজ তিনটির স্বতন্ত্র ভর্তি প্রক্রিয়া চলতে আর কোন বাধা থাকল না বলে জানিয়েছেন মামলার আইনজীবীরা। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সরকারের করা আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপীল বেঞ্চ রবিবার এই আদেশ দেয়। বিগত কয়েক বছরের মতো এবারও মাধ্যমিকের ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির নিয়ম রেখে গত ১২ মে নীতিমালা করে শিক্ষা মন্ত্রণালয় পরে ১৭ মে বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড। এর ভিত্তিতে বাংলাদেশের সব সরকারী-বেসরকারী কলেজে ২৬ মে থেকে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরুর কথা জানানো হয়।এরপর নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিয়াস রোজারিও, হলিক্রস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ এবং সেন্ট জোসেফ কলেজের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন ওই নীতিমালা চ্যালেঞ্জ করে ১৯ মে উচ্চ আদালতে আবেদন করেন, যাতে পরীক্ষা নিয়ে ছাত্র ভর্তির অনুমতি চাওয়া হয়। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, সঙ্গে ছিলেন ব্যারিস্টার তানিম হোসেইন শাওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল গৌতম রায়। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য করা ওই নীতিমালার চারটি ধারা ও কয়েকটি উপধারা চ্যালেঞ্জ করা হয় রিট আবেদনে। প্রাথমিক শুনানি নিয়ে ২২ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওই তিন কলেজের ক্ষেত্রে নীতিমালা চার মাসের জন্য স্থগিত করে দেয়।ওই নীতিমালার চারটি ধারা কেন ‘আইনগত কর্তৃত্ববহিভূর্ত’ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও দেয় হাইকোর্ট। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন নিয়ে যায়। ২৯ মে চেম্বার বিচারপতি স্থগিতাদেশ না দিয়ে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় রবিবার বিষয়টি শুনানির জন্য ওঠে।
×