ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বারিধারা থেকে আরও চার বিলাসবহুল গাড়ি আটক

প্রকাশিত: ০৮:৫০, ১৩ জুন ২০১৬

বারিধারা থেকে আরও চার বিলাসবহুল গাড়ি আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বারিধারা এলাকা থেকে আরও ৪টি বিলাসবহুল গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দারা। পরিত্যক্ত অবস্থায় এসব গাড়ি পড়ে ছিল। এর মধ্যে আছে দুটি সিডান ও দুটি জিপ। সিডান গাড়ি হলো অডিএ৫, মারসিডিজ ই২৪০ এবং দুটি জিপের একটি মারসিডিজ এমএল৩৫০ ও বিএমডব্লিউ এক্স৫। ধারণা করা হচ্ছে, এসব গাড়ি শুল্ক গোয়েন্দাদের সাম্প্রতিক বিশেষ অভিযানের কারণে ফেলে রাখা হয়। গাড়িগুলো স্বদেশ মটরসের তত্ত্বাবধানে পাওয়া যায়। বারিধারার জে ব্লকে রোড ৮ এ খোলা আকাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এদের মধ্যে মারসিডিজ জিপে অন্য একটি গাড়ির নম্বর (ঢাকা মেট্রো-ঘ ১১- ৮০৮৯) যুক্ত পায় যায়।। অন্য গাড়ির কোন নম্বর প্লেট নেই। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মেরামতের নাম করে এগুলো গ্যারেজে রাখা হয়। কিন্তু কেউ পরে নিতে আসেননি। তত্ত্বাবধানকারী স্বদেশ মটরস থেকে তথ্য নিয়ে মালিকদের খুঁজে বের করা হচ্ছে। আটক গাড়ির শুল্কসহ মূল্য হচ্ছে প্রায় ১০ কোটি টাকা।
×