ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছাত্ররাজনীতিকে আকর্ষণীয় করে তুলতে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই ॥ ও. কাদের

প্রকাশিত: ০৮:৪৯, ১৩ জুন ২০১৬

ছাত্ররাজনীতিকে আকর্ষণীয় করে তুলতে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই ॥  ও. কাদের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ নেতৃত্ব বিকাশের স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ব্যবস্থা করার জন্য শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ছাত্র রাজনীতিকে আকর্ষণীয় করে তুলতে ছাত্র সংসদ নির্বাচনের কোন বিকল্প নেই। গত ২৪ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয় না। যদি এ নির্বাচন হতো তাহলে এই সময়ের মধ্যে ভিপি-জিএস মিলে অন্তত ৪৮ জন নেতা তৈরি হতো। ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় সে পথ বন্ধ হয়ে গেছে। এ দরজাটা খুলে দেয়া উচিত। রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত দুই দিনব্যাপী বর্ধিত সভা ও কর্মশালার উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান এমপি ও এনামুল হক শামীম। দেশের বিভিন্ন জেলা, বিশ্ববিদ্যালয় ইউনিট ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ছাত্র সংসদ নির্বাচন করতে গেলে একজন ছাত্রনেতা নিজেকে নিয়ে ভাবতে পারে। যে তাকে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে হবে, তাই ভাল হতে হবে, নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। আর তার বক্তব্যও হবে পরিশীলিত যেটি সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য। পড়াশোনা করে নিজেকে সমৃদ্ধ করে গড়ে তোলে এবং নিজের মধ্যে যেন কোন খারাপ আচরণের প্রবণতা না দেখা যায় সেই চেষ্টা করে। আর নিজেদের মধ্যে গুণগত পরিবর্তন আনতেও কাজ করতে পারে সে। ছাত্র-রাজনীতিকে আকর্ষণীয় করে তুলতে ছাত্র নেতাকেও আকর্ষণীয় হিসেবে তৈরি হতে হবে নিজের যোগ্যতা দিয়ে। যেন সাধারণ ছাত্রছাত্রীদের কাছে নিজেকে আদর্শ ও রোল মডেল রূপে পৌঁছাতে পারে।
×