ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুলিশ হত্যা ফখরুলসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশীট আমলে

প্রকাশিত: ০৮:১৩, ১৩ জুন ২০১৬

পুলিশ হত্যা  ফখরুলসহ ৮ জনের বিরুদ্ধে  চার্জশীট আমলে

কোর্ট রিপোর্টার ॥ রাজধানীর রমনা থানার পুলিশের গাড়িতে আগুন দিয়ে পুলিশ সদস্য হত্যা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৮ আসামির বিরুদ্ধে হত্যা মামলার চার্জশীট আমলে গ্রহণ করেছেন আদালত। এছাড়া পলাতক এক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। রবিবার রমনা থানার ৪২(১২)১৩ নম্বর মামলাটিতে হত্যার আইনে চার্জশীট আমলে গ্রহণ করে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খোরশেদ আলমের আদালত। একই মামলায় বিস্ফোরক আইনে দাখিল করা অন্য চার্জশীটটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়ে দেন। মামলাটিতে সম্প্রতি ফখরুলসহ ৮ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি চার্জশীট দাখিল করে রমনা থানা পুলিশ। মামলায় অভিযোগ করা হয়, ২০১৩ সালের ডিসেম্বর মাসে হরতাল-অবরোধ কর্মসূচী চলাকালে আসামিরা বাংলামোটরে পুলিশের গাড়িতে আগুন দিলে পুলিশ সদস্য মারা যান। মির্জা ফখরুল ইসলামকে এ মামলায় হুকুমের আসামি করা হয়।
×