ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যারা গুপ্তহত্যা চালাচ্ছে তাদের শক্ত হাতে দমন করা হবে ॥ চট্টগ্রামে আইজি

প্রকাশিত: ০৮:০৯, ১৩ জুন ২০১৬

যারা গুপ্তহত্যা চালাচ্ছে  তাদের শক্ত হাতে  দমন করা হবে ॥ চট্টগ্রামে আইজি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পেট্রোলবোমা দিয়ে মানুষ মেরে যারা ক্ষমতায় যেতে চেয়েছিল- তাতে ব্যর্থ হয়ে চট্টগ্রামে এসপিপত্নীসহ সারাদেশে গুপ্তহত্যা ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের আইজি একেএম শহীদুল হক। তিনি বলেন, সরকার শক্ত হাতে জঙ্গী দমন করবে। জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, জঙ্গী তৎপরতা দমনে আপনারা পুলিশকে সহযোগিতা করুন। কেননা, শুধু পুলিশের পক্ষে জঙ্গী নির্মূল করা সম্ভব নয়। তবে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, যে কোন মূল্যে এদের নির্মূল করা হবে। জঙ্গী নির্মূলে যারা তথ্য দেবেন তাদের সবকিছু গোপন রাখা হবে। আইজি বলেন, জঙ্গীরা সংখ্যায় খুবই কম। তাদের কাছে আমরা কেউ হারতে পারি না, হারব না। দেশব্যাপী জঙ্গী বিরোধী সাঁড়াশি অভিযান শুরু হওয়ার পর গণমাধ্যমে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান গ্রেফতার বাণিজ্যের আশঙ্কা করে যে বক্তব্য দিয়েছেন তার কঠোর সমালোচনা করেন আইজি। তার মতে, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান না বুঝে কমেন্ট করেন। কেউ কিছু জিজ্ঞেস করলেই কোন তথ্য না নিয়ে, না বুঝে না শুনে হুট করে কমেন্ট একটা করে ফেলেন। চট্টগ্রামে গত ৫ জুন এসপি বাবুল আক্তারের সহধর্মিণী মাহমুদা খানম মিতুর হত্যাকা-ের চাঞ্চল্যকর ঘটনার পর এ পর্যন্ত কোন সফলতা না আসা এবং পুলিশী মনোবল চাঙ্গা করতে এর পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও হত্যাকা- নিয়ে তদন্তের দিকনির্দেশনা প্রদানে আইজি একেএম শহীদুল হক রবিবার সকালে চট্টগ্রামে আসেন। স্বল্প সময়ের এ সফরে তিনি সিএমপির দামপাড়া পুলিশ লাইনের শূটিং ক্লাবে সুধীসমাবেশে বক্তব্য রাখেন এবং সিএমপিতে উর্ধতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। আইজি বলেন, গত ১০ জুন থেকে দেশব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। বহু আসামি গ্রেফতার হয়েছে। কিন্তু কিছু মিডিয়া বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছে। তিনি বলেন, পুলিশ কাজ করলেও সমস্যা, না করলেও সমস্যা। পুলিশের কোন কাজই তাদের ভাল লাগে না। পুলিশ নীরবে তৎপর থাকলে বলে তারা কাজ করে না। বলে থাকে পুলিশ ব্যর্থ। প্রচার করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার সংবাদ। আরও বলে আইনশৃঙ্খলা বাহিনীর কোন জবাবদিহিতা নেই। আর পুলিশ যখন সরবে কাজ করে তখন বলা হয় ঢাকঢোল পিটিয়ে কাজ করা হচ্ছে। এসব কাজ লোক দেখানো। আইজি প্রশ্ন রাখেনÑ তাহলে বলেন আমরা যাব কোথায়।
×