ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উজ্জ্বল ও মসৃণ চুলের জন্য

প্রকাশিত: ০৬:৩৮, ১৩ জুন ২০১৬

উজ্জ্বল ও মসৃণ চুলের জন্য

রুক্ষ চুল, নিস্তেজ চুল, পাকা চুল উঁকি মারছে? চুল উঠে যাচ্ছে, চুলের সমস্যায় রীতিমতো জেরবার? তাই নিয়ে বিশেষ আলোচনা। * খুশকি থেকে মুক্তি- খুশকি থেকে বাঁচতে এবং খুশকিমুক্ত চুলের জন্য কি কি সাবধানতা অবলম্বন করবেন। ঘরে বসে একটু পরিচর্যার মাধ্যমেই আপনি পেতে পারেন খুশকিমুক্ত ঝরঝরে স্বাস্থ্যোজ্জ্বল চুল। * শ্যাম্পু করার ঠিক পদ্ধতি- চুলের জৌলুস বাড়াতে শ্যাম্পু এবং কন্ডিশনার মাস্ট। নিজের চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বেছে নিন। জেনে নিন শ্যাম্পু করার ঠিক পদ্ধতি * উঁকুনের সমস্যা- উঁকুন চুলের সৌন্দর্যও নষ্ট করে। উঁকুনের কারণে জ্বর, এ্যানিমিয়া হতে পারে। এর থেকে পরিত্রাণের জন্য কি করবেন, তা জেনে নিন। * চুল উঠে যাচ্ছে- আজকাল সকলেরই বেশি বেশি চুল উঠছে কেন? এই সমস্যা যুবক-যুবতী থেকে বয়স্কদেরও আতঙ্কিত করে তুলছে। চুল পড়ে কেন? এর অনেক কারণ আছে, জেনে নিন। * চুল পড়ার সঙ্গে না লড়ে তার কারণগুলোর বিরুদ্ধে লড়ুন- সত্যিই চুলপড়া মানুষজনকে কি ই না উত্তাল করে তোলে। প্রায়ই চুলপড়ার সঙ্গে লড়তে সবাই কত কি সমাধানের আশ্রয় নেন। জেনে নিন কি ধরনের পরিচর্যার পাবেন সুস্থ মাথার ত্বক, আর মজবুত, স্বাস্থ্যোজ্জ্বল চুল। * লুক চেঞ্জ- কোন মুখে কেমন স্টাইল বা হেয়ার কাট মানাবে * এক ঢাল কালো চুলের রহস্য-মেয়েদের সৌন্দর্যের অন্যতম উপাদান হলো এক ঢাল কালো চুল। রেশমি, মসৃণ চুলের রহস্য ভেদ করার জন্য রইল কিছু পরামর্শ। যুগ এখন সোজা চুলের। যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন মেয়েরা শুধু লম্বাই নয়, কোঁকরানো চুলকে রিবল্ডিং করার মাধ্যমে সোজা করছে। অনুজ্জ্বল ও শুষ্ক চুলকে নিমেষেই করে তুলতে পারেন স্ট্রেইট, সিল্কি এবং উজ্জ্বল * রিবল্ডিংয়ের পরে চুলের যতœ- চুল রিবল্ডিং করলে বাড়তি কিছু যতœ প্রয়োজন। তা না হলে ক্ষতি যেমন হতে পারে, আবার সৌন্দর্যটাও ম্লান হতে পারে। * গরমে চুলের যতœ- নিয়মিত চুলের যতœ, ট্রিটমেন্ট এবং যথাযথ ডায়েটে গরমে চুলের সমস্যা থেকে সহজে রেহাই আর ঝরঝরে চুল পাওয়ার সহজ উপায় * চুলের প্রোটিন ট্রিটমেন্ট- অতিরিক্ত ধুলো-ময়লা, ঘাম, খুশকির কারণে চুলে প্রকট সমস্যা দেখা দেয়। এর ফলে চুলের আগা ফেটে যায়, চুল ওঠতে শুরু করে এবং চুল হয়ে যায় উষ্কখুষ্ক। চুলের এ ধরনের সমস্যায় প্রোটিন ট্রিটমেন্ট খুব উপকারে আসে * রঙিন চুলের যতœ- হেয়ার কালার শুধু লুকই বদলে দেয় না, চুলে একটা গ্লো ও সাইনও এনে দেয়। কালার করার পরও কিভাবে চুলের জৌলুস বজায় রাখবেন, জেনে নিন ভাল রাখার বিশেষ উপায়। যাপিত ডেস্ক
×