ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাষণ্ড স্বামীর কাণ্ড!

প্রকাশিত: ০৬:২২, ১৩ জুন ২০১৬

পাষণ্ড স্বামীর কাণ্ড!

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১২ জুন ॥ পারিবারিক কলহের জের ধরে এক পাষ- স্বামী ব্যাটারির এ্যাসিড পানি দিয়ে তার স্ত্রীর গোপনাঙ্গ ঝলসে দিয়েছে। রবিবার সকালে পৌর এলাকার উত্তর জামসিং মহল্লায় এ ঘটনা ঘটে। জানা গেছে, কয়েকদিন ধরে গৃহবধূ সেলিনা বেগমের সঙ্গে তার স্বামী অটোরিক্সা চালক শফিকুল আলম বাবু’র কলহ চলে আসছিল। এরই জের ধরে সকালে বাড়ির বাথরুমের ভেতরে একটি পাত্রের মধ্যে ব্যাটারির এ্যাসিডের পানি রেখে দেয় ওই বাবু। সেলিনা বাধরুমে গিয়ে পানি ব্যবহারের সময় পানিতে থাকা এ্যাসিডে ঝলসে যায় তার গোপনাঙ্গ ও একই সঙ্গে বাম হাতের কব্জি পুড়ে যায়। এ সময় তার আর্তচিৎকারে প্রতিবেশীরা সেখানে ছুটে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই গৃহবধূর ৩টি সন্তান রয়েছে। এ ঘটনার পর থেকে বাবু পলাতক রয়েছে। শ^াসরোধে কিশোর হত্যা ॥ গৃহবধূকে হত্যার চেষ্টা নিজস্ব সংবাদদাতা, সাভার, ১২ জুন ॥ সাভারে খাদেমুল (১৪) নামের এক কিশোরকে শ^াসরোধ করে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে হেমায়েতপুরের ‘আলমনগর সুগন্ধা হাউজিং’ বালুর মাঠে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত খাদেমুল টাঙ্গাইল জেলার নাগরপুর থানার লঘুদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে। সে বলিয়ারপুর এলাকায় ভাড়া থাকত। জানা গেছে, রাতে সাভারের বলিয়ারপুর হাঙ্গাইলমোড় থেকে হেমায়েতপুরে আসার জন্য ওই কিশোরের অটোরিক্সাটি ভাড়া নেয় যাত্রীবেশী দুর্বৃত্তরা। পরে ওই কিশোরকে আলমনগর সুগন্দা হাউজিং বালুর মাঠ এলাকায় দুর্বৃত্তরা গলায় গামছা পেঁচিয়ে শ^াসরোধ করে হত্যা করে অটোরিক্সা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। রবিবার সকালে স্থানীয়রা ওই কিশোরের মৃতদেহ বালুর মাঠে পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে। অপরদিকে, শনিবার গভীর রাতে আশুলিয়া থানাধীন গাজীরচট আয়নাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক আফসার উদ্দিনের স্ত্রী জাহানারাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। শ্রমিকের মৃত্যু নিয়ে রহস্য সাভারে একটি পোশাক কারখানার ভিতরে শাহা-আলম (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত ওই শ্রমিক আনন্দপুর এলাকায় এক বাসায় ভাড়া থাকত। শনিবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন ‘পাকিজা ডায়িং এ্যান্ড প্রিন্টিং’ কারখানায় এ ঘটনা ঘটে। জানা গেছে, গভীর রাতে শাহা আলম কারখানার ভেতরে একটি মেশিনে কাজ করছিল। এ সময় ওই শ্রমিকের একটি হাত হঠাৎ করে মেশিনের ভেতরে ঢুকে যায়। পরে কারখানা কর্তৃপক্ষ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। কারখানার অন্য শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি পুলিশকে না জানিয়ে মৃতদেহ ওই শ্রমিকের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে কারখানার জিএম মহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, এখানে কোন শ্রমিক মারা যায়নি। চলাচল অনুপযোগী পোমরা-বেতাগী সড়ক নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, ১২ জুন ॥ বর্ষার শুরুতেই রাঙ্গুনিয়ার পোমরা-বেতাগী সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গোচরা-বেতাগী পর্যন্ত দীর্ঘ এই সড়কের অনেকাংশেই এখন বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের ইট-সুড়কি উঠে পুরো সড়ক ক্ষতবিক্ষত হয়ে গেছে। সড়কের অনেকাংশে পানি জমে ডোবায় রূপ নিয়েছে। বিভিন্ন ধরনের পরিবহন ছাড়াও ঝুঁকি নিয়ে চলাচল করছে পোমরা উচ্চ বিদ্যালয়, এসআরএস সরকারী প্রাথমিক বিদ্যালয়, পোমরা মডেল কেজি স্কুলসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা ও বালুবাহী ট্রাকসহ ভারি যানবাহন চলাচলের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান এলাকাবাসী। রাঙ্গুনিয়া পৌরসভার পাশঘেঁষে পোমরা ইউনিয়নের এ সড়ক দিয়েই প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী ছাড়াও চলাচল করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অলিকুল শিরোমণি বাচাবাবা (রহ) ও কাঙ্গালী শাহ্ (রহ)-এর মাজার জেয়ারতকারী। এছাড়াও এ সড়ক দিয়ে প্রতিদিন সরফভাটা, বেতাগী এবং পার্শ্ববর্তী বোয়ালখালী উপজেলার শত শত চাকরিজীবী, ব্যবসায়ী ও পথচারী যাতায়াত করে থাকে। টুকরো খবর বয়লার বিস্ফোরণে হত ১ স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ রবিবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নে চালকলের বয়লার বিস্ফোরণে জীবন্নেছা (৪৫) নামে এক শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছে। আহতরা হলো- নুরুল ইসলাম, সাজেদা বেগম ও শরিফুল। পুলিশ জানায়, সকাল ৭টার দিকে স্থানীয় খয়রাপুকুর বাজারের নিকট হাকিম চালকলে আকস্মিক বয়লার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে চাতাল শ্রমিক জীবন্নেছা মারা যায়। ডাকাতি নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১২ জুন ॥ বাউফলের সূর্যমনি ইউপির গুলবাগ গ্রামে শনিবার রাতে মুক্তিযোদ্ধা এ কে এম মোয়াজ্জেম হোসেনের বাড়িতে ডাকাতি হয়েছে। জানা গেছে, রাত ১টার দিকে ৭-৮ ডাকাত ঘরের পেছনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে । এরপর ডাকাতদল স্টিলের আলমিরা ভেঙ্গে ১০ ভরি স্বর্ণালঙ্কার, ৫০ হাজার টাকা, ৫টি মোবাইল সেট ও মালামাল নিয়ে যায়। হেমায়েতপুর আশ্রমে বিএনপি প্রতিনিধি দল নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১২ জুন ॥ হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পা-ে হত্যার ঘটনায় সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশে ৬ সদস্যের একটি প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রবিবার সকাল দশটায় প্রতিনিধি দলটি নিহতের স্বজন ও আশ্রমবাসীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। সাবেক মন্ত্রী, বিএনপির কেন্দ্র্রীয় নেতা এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কু-ু, সাবেক যুগ্ম সচিব তপন মজুমদার, কেন্দ্র্রীয় নেতা এ্যাডভোকেট জন গোমেজ, যুবদলের কেন্দ্র্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অমলেন্দু দাস অপু ও মাগুরা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মিহির কান্তি বিশ্বাস।
×