ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাওনা দাবিতে ঝিনাইদহ সওজ অফিসে তালা

প্রকাশিত: ০৬:২১, ১৩ জুন ২০১৬

পাওনা দাবিতে ঝিনাইদহ সওজ অফিসে তালা

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১২ জুন ॥ বকেয়া পাওনার দাবিতে ঝিনাইদহের সড়ক ও জনপথ অফিসের মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য তালা লাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ঠিকাদাররা। রবিবার দুপুর ১২টার দিকে অফিসে এই তালা লাগিয়ে দেয়া হয়। সে সময় সড়ক অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী অফিস ছেড়ে চলে যায়। পরে ঠিকাদাররা সড়ক অফিসের সামনে বিক্ষোভ করেন। বক্তৃতা করেন ঠিকাদার সরোয়ার জাহান বাদশা, এম. হাকিম আহমেদ, আসাদুর রহমান আসাদ, সোহরাব হোসেন, রাশিদুর রহমান রাসেল, বাবুল আজাদ, জে.এম রফিকুল আলম প্রমুখ। ঠিকাদাররা বলেন, ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির কারণে তাদের মেইনটেন্যান্স খাতের ২০১১-১২ অর্থবছরে ৪৮টি কাজের ৩ কোটি ৩৩ লাখ টাকা ও ২০১২-১৩ অর্থবছরের ৫৭টি কাজের ৪ কোটি ৯০ লাখ ৫২ হাজার টাকাসহ প্রায় ১০ কোটি টাকা বিল বকেয়া রয়েছে। বিভিন্ন সময়ে অফিসে গেলে নির্বাহী প্রকৌশলীকে পাওয়া যায় না।
×