ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কল্পনা চাকমার অপহরণকারীদের শাস্তি দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:২০, ১৩ জুন ২০১৬

কল্পনা চাকমার  অপহরণকারীদের  শাস্তি দাবিতে  বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১২ জুন ॥ আদিবাসী নেত্রী কল্পনা চাকমা অপহরণের ২০ বছর পূর্তি উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি এবং হিল উইমেন্স ফেডারেশন। কল্পনা চাকমা অপহরণের তদন্ত রিপোর্ট প্রকাশ ও অপহরণকারীদের শাস্তির দাবিতে এই কর্মসূচীর আয়োজন করা হয়। রবিবার সকালে ২০ বছর পূর্তি উপলক্ষে জেলা শহরে মধ্যমপাড়ার কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয় মিছিলটি। ডঃ হ্লাচিং মে চাকের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা সাধারণ সম্পাদক উঃ ক্যাবামং মার্মা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি বান্দরবান জেলা কমিটির সভাপতি ডঃ ওয়াইচিং প্রু মার্মা, উঃ উচসিং মার্মা, মং এচিং মার্মা প্রমুখ। রাঙ্গামাটি নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি থেকে জানান, হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমার অপহরণকারীদের বিচারের দাবিতে রবিবার রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পাহাড়ের ২টি সংগঠন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন এ সমাবেশের আয়োজন করে। জেলা প্রশাসকের কার্যালয় সামনে আয়োজিত এ সমাবেশে বক্তারা অবিলম্বে কল্পনা চাকমার বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ ও এই অপহরণ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান।
×