ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে মাগুরায় ডিফেন্স পার্টি

প্রকাশিত: ০৬:১৯, ১৩ জুন ২০১৬

সন্ত্রাসী কর্মকাণ্ড  রুখতে মাগুরায়  ডিফেন্স পার্টি

নিজস্ব সংবাদাতা, মাগুরা, ১২ জুন ॥ টার্গেট কিলিং ও সন্ত্রাসী কর্মকা- রুখতে মাগুরার প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় গঠন করা হচ্ছে লাঠি-বাঁশির ডিফেন্স পার্টি। জেলা পুলিশের উদ্যোগে ইউপি চেয়ারম্যান, মেম্বর, গ্রামপুলিশ, সামাজিক ও ধর্মীয় নেতা, পুরোহিত, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, গৃহিণীসহ সকল শ্রেণীর মানুষকে এ লাঠি-বাঁশির ডিফেন্স পার্টি সদস্য করা হচ্ছে। পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ রবিবার সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের গবিন্দপুর, টেঙ্গারখালী ও শ্রীপুর উপজেলার জারিয়া মন্দিরে গ্রামবাসীর হাতে বাঁশের লাঠি ও বাঁশি তুলে দিয়ে এ ডিফেন্স পার্টির উদ্বোধন করেন। এ সময় অতিরিক্তি পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর থানার ওসি আজমল হুদা, শ্রীপুর থানান ওসি রেজাউল ইসলাম, আঠারখাদা ইউপি চেয়ারম্যান সঞ্জীবন বিশ্বাসসহ ইউপি মেম্বর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
×