ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৬:১৭, ১৩ জুন ২০১৬

হত্যার প্রতিবাদে মানববন্ধন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ পাবনার সেবাশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পান্ডে ও ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যাকা-সহ সকল হত্যাকা-ের বিচার ও সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। রবিবার সকালে শহরের শাপলা চত্বরে সনাতন সমাজকল্যাণ পরিষদ ও শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ’র উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট বিধান কানগো, সাধারণ সম্পাদক সজল বরণ সেন, নির্মল কান্তি দাশ খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, স্বপন ভট্টাচার্য, পারদর্শী বড়ুয়া, শিবু প্রসাদ দেব, অশোক মজুমদার, জয়দ্রত আচার্য্য ও প্রভাত তালুকদার। মানববন্ধনে সনাতন সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেয়। সিলেট স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, ঝিনাইদহের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীসহ বিভিন্ন হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেফতার, সংখ্যালঘুদের বাড়ি-ঘরে ও মট-মন্দিরে হামলা এবং জমি দখলের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট শাখা। রবিবার দুপুর ১টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করে। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মিলন ভট্টাচার্যের সভাপতিত্বে ও সহসম্পাদক রাজ কুমার দাসের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা হিন্দু মহাজোটের সহসভাপতি নিহার রঞ্জন দাস বাচ্চু, সুভাংশু দে অপু, সাধারণ সম্পাদক অতীন্দ্র কুমার দেব, অর্থ সম্পাদক গণেশ দেব, সহসম্পাদক লিটন রায়, সিলেট মহানগর শাখার সভাপতি এ্যাড. সুশীল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গংগেশ চন্দ্র দাশ, রাখাল পাল, সিলেট যুব মহাজোটের সভাপতি এ্যাডভোকেট রঞ্জু দেবনাথ, সহসভাপতি রমা চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দিপংকার পাল রনি প্রমুখ। মুন্সীগঞ্জ স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, মুন্সীগঞ্জে মানববন্ধন হয়েছে সেবায়েত ও সহপ্রীতি ঋত্বিক নিত্যরঞ্জন পা-ের হত্যার প্রতিবাদে। মানববন্ধনকারীরা হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। রবিবার দুপুরে শহরের জুবলি রোডে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচী পালন করে। সংগঠনটির জেলা শাখার সভাপতি চিত্ত রঞ্জস দাসের নেতৃত্বে এতে আরও উপস্থিত ছিলেন চন্দ্র সৎসঙ্গ জেলা শাখার ঋত্বিক কমল কান্ত দাস, জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমর ঘোষ, নবারুন দাস গুপ্ত, জিতু চন্দ্র রায় প্রমুখ। নীলফামারী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, নীলফামারীতে ভ্যানচালক সুবীধ চন্দ্র রায়, পাবনায় সেবায়েত নিত্যরঞ্জন পান্ডে, নাটোরে ব্যবসায়ী সুনীল গোমেজ, চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রী মাহমুদা খাতুন এবং সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনসহ সব গুপ্তহত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। রবিবার হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের ডাকে এই কর্মসূচী পালন করা হয়। এখানে একাত্ম প্রকাশ করে কর্মসূচীতে অংশ নেয় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল। নীলফামারী জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ওই কর্মসূচী চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন এ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, খোকা রাম রায়, মৃণাল কান্তি রায়, উত্তম কুমার রায়, পরিতোষ কুমার রায়, শ্রীদাম দাস, তপন কুমার রায়, মোস্তাফিজার রহমান সবুজ, অধ্যাপক গৌরঙ্গা চন্দ্র রায়, অধ্যাপক নরেশ চন্দ্র রায় প্রমুখ। ঠাকুরগাঁও নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও থেকে জানান, রবিবার সকালে জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ ঠাকুরগাঁও জেলা শাখার যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট বলরাম গুহ ঠাকুরতার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইন্দ্রনাথ রায়, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অরুনাশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, অতুল কুমার পাল, প্রফুল্ল কুমার সরকার প্রমুখ।
×