ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিবন্ধী কার্তিক করুণা নয় চাকরি চান

প্রকাশিত: ০৬:১৭, ১৩ জুন ২০১৬

প্রতিবন্ধী কার্তিক  করুণা নয়  চাকরি চান

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মণিরামপুরের কার্তিক দাস। শারীরিক প্রতিবন্ধী। উচ্চতা মাত্র ৩২ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী হলেও হার মানেননি লেখাপড়ায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেছেন। কিন্তু তার চাকরি হচ্ছে না। উচ্চতা কমের কারণে কেউ তাকে চাকরি দিতে চায় না। জীবনে প্রতিষ্ঠার জন্য চাকরির কাছে হার মানতে হচ্ছে তাকে। তার কথা করুণা ভিক্ষা নয়, চাকরি চাই। মণিরামপুর উপজেলার দহাকুলা গ্রামের হত-দরিদ্র রামপদ দাস ও মালঞ্চ রানী দাসের ছেলে কার্তিক দাস। জন্মের পর থেকে অষ্টিওলাইস্সি রোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করেন কার্তিক দাস। অনেক চেষ্টা করেও ছেলের রোগ সারাতে পারেননি রামপদ দাস। তার হাঁটু থেকে পায়ের তলা পর্যন্ত শুকিয়ে শীর্ণকায় হয়ে যায়। মাত্র ৩২ ইঞ্চি উচ্চতার শারীরিক প্রতিবন্ধী কার্তিক দাসের বয়স এখন ৩০। প্রতিবন্ধী হয়েও দমেননি তিনি। ২০০৩ সালে এসএসসি ও ২০০৬ সালে এইচএসসি পাসের পর জাতীয় বিশ্ববিদ্যালয় অধীন মণিরামপুর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স ও যশোর সরকারী এমএম কলেজ থেকে ওই বিষয়ে এমএ ডিগ্রী অর্জন করেন। একই সঙ্গে কারিগরি শিক্ষা বোর্ড থেকে কম্পিউটারের ওপর ডিপ্লোমা ডিগ্রীও অর্জন করেছেন। কখনও ভ্যানে, কখনও অন্যের সাহায্যে বাড়ি থেকে ১৫ কিলোমিটার পথ নিয়মিত যাতায়াত করে জীবনের এত পথ পাড়ি দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেও জীবন প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে চাকরির কাছে হার মানতে হচ্ছে তাকে। কার্তিক দাসের মা মালঞ্চ দাস বলেন, ডাক্তাররা বলেছেন অপারেশন করালে কার্তিক কিছুটা শক্তি ফিরে পাবে। কিন্তু আমাদের দিন চলে খেয়ে না খেয়ে, অপারেশন করার টাকা পাব কোথায়? কার্তিকের বাবা রামপদ দাস বলেন, ছোট বেলা থেকেই তার ছেলের পড়ালেখার প্রতি খুব আগ্রহ। অনেক কষ্ট করে লেখা-পড়া করেছে সে। অভাবের সংসারে আজ যদি ও একটা চাকরি পেত তাহলে আমাদের কষ্ট কিছুটা দূর হতো। কার্তিকের শিক্ষক অধ্যাপক বাবুল আকতার বলেন, অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে প্রতিবন্ধী কার্তিকের শারীরিক প্রতিবন্ধকতা। সে সমাজসেবা অধিদফতর, জেলা পরিষদ, সিভিল সার্জন অফিসসহ বিভিন্ন দফতরে চাকরির আবেদন করেছেন। সরকারী/বেসরকারী, ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে সহযোগিতা করতে পারলে সে আমাদের বোঝা নয়, বরং সম্পদ। কার্তিক বলেন, প্রতিবন্ধী হয়েছি বলে কারও করুণা ভিক্ষা চাই না, চাই সম্মানজনক চাকরি। চাকরি পেয়ে বাবা-মার টানাটানির সংসারের কিছুটা দায়িত্ব নিতে চাই।
×