ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মশা তাড়াবে স্মার্টটিভি!

প্রকাশিত: ০৫:৪৪, ১৩ জুন ২০১৬

মশা তাড়াবে স্মার্টটিভি!

আপনি যত দামি ফ্ল্যাটেই থাকেন না কেন, মশা আপনার ঘরে প্রবেশ করবেই। মশা থেকে মুক্তি পেতে আবিষ্কৃত হয়েছে নানা ওষুধ। কয়েল, ধূপ, ইলেকট্রিক কয়েল, মশা মারার ব্যাটসহ অসংখ্য ডিভাইস। তবে সর্বশেষ দক্ষিণ কোরিয়ার সংস্থা এলজি এমন একটি টিভি আবিষ্কার করেছে যেটা থাকলে ঘরে মশা আসবে না। এই যুগে টিভি নেই এমন ঘর পাওয়া দুষ্কর। তাই এলজি এবার এমন একটি স্মার্টটিভি নিয়ে এলো যে টিভি চললে ঘরকে মশামুক্ত রাখা যাবে। এলজির দাবি টিভির শব্দের সঙ্গে এমন একটি ‘টক্সিক রেপেল্যান্ট’ ব্যবহার করা হয়েছে যা মানুষের শরীরে কোন খারাপ প্রভাব ফেলবে না বরং মশা তাড়িয়ে দেবে। ‘টক্সিক রেপেল্যান্ট’ মানে তাতে কোন রাসায়নিক ব্যবহার করা হচ্ছে না বলেই দাবি করেছে সংস্থাটি। এমনকি এই ‘টক্সিক রেপেল্যান্ট’ একদম লাইফটাইম গ্যারান্টি দেয়া। এটাকে রিফিলিং করার কোন দরকার নেই। এলজির এই নতুন টিভির মূল্য ৪০০ মার্কিন ডলার থেকে শুরু। -ওয়েবসাইট
×