ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৬ বিশিষ্টজনের বিরুদ্ধে ধর্ম অবমাননা মামলা খারিজ

প্রকাশিত: ০৫:৩৫, ১৩ জুন ২০১৬

৬ বিশিষ্টজনের বিরুদ্ধে ধর্ম অবমাননা মামলা খারিজ

কোর্ট রিপোর্টার ॥ ঢাকা বিশ^বিদ্যালয়ের ইংরেজী বিভাগের সাবেক অধ্যাপক ও নতুন দিগন্ত সাময়িকীর সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরীসহ ৬ জনের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার একটি মামলা খারিজ করে দিয়েছে সিএমএম আদালত। রবিবার সুরেশ^র দরবার শরীফের খলিফা মুফতি মাসুম বিল্লাহ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার অপর ৫ আসামি হলেন, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান, হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি সিআর দত্ত, মাসিক সংস্কৃতির সম্পাদক বদরুদ্দিন উমর, আইনজীবী সুব্রত চৌধুরী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর। বাংলাদেশ দ-বিধির ২৯৫ (ক) ধারায় প্রতিহিংসাবশত ইসলাম ধর্মে বিশ^াসীদের ধর্মের অবমাননা করা এবং ২৯৮ ধারায় ইসলাম ধর্মে বিশ^াসীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় বলা হয়, ১৯৮৮ সালে সংবিধানে “প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম” সংযোজন হয়। সেখানে “অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাবে” মর্মে বিধান রাখা হয়। রাষ্ট্রীয় অনুষ্ঠানে পবিত্র কুরআন, গীতা, ত্রিপিটক পাঠের মাধ্যমে সংবিধানের এই অনুচ্ছেদের বাস্তবায়ন ঘটছে। প্রজাতন্ত্রে সকল ধর্ম স্বাধীনভাবে ধর্ম পালন করার পরও তা সংবিধান থেকে বাদ দেয়ার জন্য ১৯৮৮ সালে ১৪৩৪/৯৮ নম্বর রিট আবেদন হয়। যা পরবর্তীতে খারিজ হয়। কিন্তু আসামিরা ২০১১ সালের ৫ ডিসেম্বর খারিজ হওয়া উক্ত রিটের পক্ষে পক্ষভুক্ত হন এবং হাইকোর্ট রুল জারি করেন। পরবর্তীতে তাও খারিজ করে হাইকোর্ট। আবেদনে বলা হয়, সিরাজুল ইসলাম চৌধুরীসহ আসামিরা সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার জন্য রিটে পক্ষভুক্ত হয়ে প্রতিহিংসাবশত ইসলাম ধর্মে বিশ^াসীদের ধর্ম অবমাননা এবং ইসলাম ধর্মে বিশ^াসীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন।
×