ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাঁড়াশি অভিযান ॥ ৪৮ জঙ্গীসহ তিনদিনে আটক ৫৩২৪

প্রকাশিত: ০৫:৩৪, ১৩ জুন ২০১৬

সাঁড়াশি অভিযান ॥ ৪৮ জঙ্গীসহ তিনদিনে আটক ৫৩২৪

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীসহ দেশব্যাপী সাঁড়াশি অভিযানের মুখে আত্মগোপনে চলে গেছে গুপ্তহত্যার নায়করা। শনিবার ও রবিবার দেশের কোথাও আর কাউকে কুপিয়ে হত্যার খবর মেলেনি। জঙ্গীরা আপাতদৃষ্টিতে গা ঢাকা অথবা বিরতি দিয়েছে বলে মনে করছে পুলিশ। এ অভিযানে রাজধানীসহ সারাদেশে এখন পর্যন্ত ৫ হাজার ৩২৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদের মধ্যে জঙ্গী রয়েছে মাত্র ৪৮ জন। এ অভিযানে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ১২৮ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৪৮ জনকে কয়েকটি ‘জঙ্গী’ সংগঠনের সদস্য বলছে পুলিশ। শনিবার সকাল ছয়টা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে শুক্রবার থেকে দুই দিনে ৮৫ ‘জঙ্গী’সহ মোট পাঁচ হাজার ৩২০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় ৩৭ জঙ্গীসহ তিন হাজার ১৯২ জনকে গ্রেফতারের কথা জানিয়েছিল পুলিশ সদর দফতর। রাজধানীতে এ অভিযান সম্পর্কে ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মোঃ মাসুদুর রহমান জানান, রাজধানীতে অভিযান শুরুর পর থেকে ২৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদিকে রবিবার পুলিশের ডিআইজি (মিডিয়া) একেএম শহিদুর রহমান জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৮ জঙ্গীসহ পরোয়ানাভুক্ত, নিয়মিত মামলার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার মামলার মোট দুই হাজার ১২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গ্রেফতারি পরোয়ানার এক হাজার ৪৯৬ জন, নিয়মিত মামলার ৫৮৮ (অবৈধ অস্ত্র উদ্ধার মামলার ৪১ এবং মাদক মামলার ৩৯১) আসামি রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ৪৮ জঙ্গীকে কোন কোন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে এবং কোন অস্ত্র উদ্ধার হয়েছে কিনাÑ সে ব্যাপারে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, গত এক বছরে লেখক, প্রকাশক, অনলাইন এ্যাক্টিভিস্টদের হত্যার পাশাপাশি বিদেশী, হিন্দু পুরোহিত, খ্রীস্টান যাজক, বৌদ্ধ ভিক্ষু আক্রান্ত হওয়ার পর সম্প্রতি চট্টগ্রামে একই কায়দায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রী খুন হওয়ার পর এ ‘সাঁড়াশি অভিযানের’ ঘোষণা আসে। তবে অভিযান শুরুর পর শুক্রবার সকালে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকে ঠাকুর অনুকুল চন্দ্রের আশ্রমের সেবক নিত্যরঞ্জন পা-েকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সে এক সভায় গত ৯ জুন বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল একেএম শহীদুল হকের সভাপতিত্বে সভা থেকে এ অভিযানের সিদ্ধান্ত নেয়া হয়। এসপি বাবুল আক্তারের স্ত্রী হত্যা ও সাম্প্রতিক ঘটনাবলীর ওপর করণীয় নির্ধারণের সভায় দেশব্যাপী জঙ্গীদের তালিকা হালনাগাদ করা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানো, ওয়ার্ড কমিউনিটি পুলিশিংকে কার্যকর করা, আগন্তুক ও ভাড়াটিয়াদের ওপর নজরদারি বাড়ানো, বিদেশীদের নিরাপত্তা দেয়া ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। আমাদের স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতারা জানান, গত ২৪ ঘণ্টায় ২ হাজারেরও বেশি সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ব্রাক্ষণবাড়িয়া ॥ সাঁড়াশি অভিযানের তৃতীয় দিনে জেলার ৯ উপজেলায় ব্যাপক অভিযান চালানো হয় । এ সময় বিএনপি, জামায়াত ও এক জেএমবি সদস্যসহ বিভিন্ন মামলার ৫৫ জনকে আটক করা হয়েছে। জয়পুরহাট ॥ জঙ্গী ও সন্ত্রাসী গ্রেফতারের সপ্তাহব্যাপী গ্রেফতার অভিযানে তৃতীয় দিনে জয়পুরহাটে ৮ জঙ্গীসহ ৪৪ সন্ত্রাসীকে পুলিশ গ্রেফতার করেছে। এদের মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ৬ জন ও ক্ষেতলাল উপজেলায় ২ জঙ্গী রয়েছে। বাগেরহাট ॥ শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত পুলিশ ৯টি থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৫৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বরগুনা ॥ অভিযানের দ্বিতীয় ও তৃতীয় দিনে ২৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে তালিকাভুক্ত সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত পলাতক ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। বাঁশখালী ॥ রবিবার বিকেল পর্যন্ত ৬ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে গ্রেফতার এড়াতে এলাকার চিহ্নিহ্নহ্নত ডাকাত, সন্ত্রাসী, অস্ত্রধারী ও বিভিন্ন নাশকতা মামলার আসামিরা গা ঢাকা দিয়েছেন বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। আটক ৭ জনের মধ্যে দুর্ধর্ষ শিবির ক্যাডার নুরুল আলম রয়েছে। গাজীপুর ॥ পুলিশের বিশেষ অভিযানে ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত তিন দিনে গাজীপুর জেলায় জেএমবির জঙ্গীসহ ২৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বিভিন্ন মামলার পলাতক, সাজাপ্রাপ্ত আসামিসহ অপরাধীও রয়েছে। মানিকগঞ্জ ॥ অভিযানে ৭ জন গ্রেফতার হয়েছে। মানিকগঞ্জ সদর থানায় মাওলানা নুরুল ইসলাম, সদর উপজেলা দক্ষিণের আমির; সিংগাইর থানায় ফরিদ, বিএনপি কর্মী; সাটুরিয়া থানায় মোঃ বিল্লাল হোসেন, জামায়াত-শিবির সমর্থক; শিবালয় থানায় মোঃ আব্দুল মান্নান খান, শিবালয় উপজেলা জামায়াতের সহযোগী সদস্য; ঘিওর থানায় মোঃ জয়নাল চিশতী, ঘিওর থানা কমিটির জামায়াতের রোকন; হরিরামপুর থানায় মোঃ সফিকুল ইসলাম, জামায়াত সদস্য; দৌলতপুর থানায় মোঃ তারা মিয়া, মানিকগঞ্জ জামায়াত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। খুলনা ॥ শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত খুলনা মহানগর ও জেলা পুলিশ জামায়াত-শিবির, খেলাফত মজলিশ নেতাসহ ১০১ জনকে আটক করেছে। বগুড়া ॥ এ অভিযানে ৫ জঙ্গী ও ৮ জামায়াত-শিবির ক্যাডারসহ বিভিন্ন মামলায় ৮৬ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত জঙ্গী সদস্যরা হলো- শহিদুল (৩৮), মোসাদ্দের ওরফে মিজু (৩৮), একরামুল (২৮), গোলাম মোস্তফা ঝুমুর (২৯) ও রফিকুল ওরফে পলাশ (২৬)। দিনাজপুর ॥ কাহারোল উপজেলা পল্লী থেকে এক শীর্ষ জঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। দিনাজপুর কাহারোল থানার অফিসার্স ইনচার্জ মনসুর আলী জানান, রবিবার ভোরে কাহারোল উপজেলার সুন্দাইল গ্রামের মতিউর রহমানের পুত্র শীর্ষ জঙ্গী মফিজউদ্দীনকে (৫০) গ্রেফতার করা হয়। সিরাজগঞ্জ ॥ অভিযানের তৃতীয় দিনে সিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীসহ নিয়মিত বিভিন্ন মামলার ৪৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। রংপুর ॥ এক জেএমবি সদস্য ও এক জামায়াতকর্মীসহ ৯৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রংপুর পুলিশের কন্ট্রোল রুম সূত্রমতে, শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত সাঁড়াশি অভিযান চালিয়ে আট উপজেলার মধ্যে রংপুর সদরে ১৭, গঙ্গাচড়ায় ১১, তারাগঞ্জে ৫, বদরগঞ্জে ৫, মিঠাপুকুরে ৩১, পীরগঞ্জে ৮, পীরগাছায় এক জামায়াতকর্মীসহ ৯ ও কাউনিয়ায় এক জেএমবিসহ ৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা নাশকতা, সন্ত্রাস, ডাকাতি, ছিনতাই, হত্যা, চুরিসহ বিভিন্ন মামলার পলাতক আসামি। এছাড়া নাশকতার বিশেষ ধারায় এক জেএমবি ও এক জামায়াত কর্মীকে আটক করা হয়। গ্রেফতারকৃত জেএমবি সদস্য জাহিদ হাসান (২০) কাউনিয়া উপজেলার বেটুবাড়ি গ্রামের আব্দুল করিমের ছেলে। নীলফামারী ॥ নীলফামারীতে জঙ্গী ও সন্ত্রাস দমনে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে এক জেএমবি ও এক জামায়াতকর্মীসহ ১৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত অভিযানে পলাতক এসব আসামিকে গ্রেফতার করে পুলিশ। নীলফামারী পুলিশের কন্ট্রোল রুম সূত্রমতে, বিশেষ সাঁড়াশি অভিযানের তৃতীয় দিনে জেলার ছয় উপজেলার মধ্যে চার উপজেলা থেকে এদের গ্রেফতার করা হয়। এর মধ্যে নীলফামারী সদরে হত্যা মিশনের এক জেএমবি সদস্যসহ ৪ জন, ডোমারে ১ জন, কিশোরীগঞ্জে এক জামায়াতকর্মীসহ ৫ জন ও সৈয়দপুরে ৫ জনসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে। এছাড়া জেএমবির বিশেষ মামলায় ও নাশকতার অপর মামলায় এক জেএমবি ও এক জামায়াতকর্মীকে আটক করা হয়। নীলফামারী ডিবি পুলিশ জেএমবি সদস্য আমজাদ হোসেনকে (৪৫) জলঢাকা পৌর এলাকার ডাঙ্গাপাড়া মহল্লা থেকে গ্রেফতার করে। সে ওই মহল্লার আফতাব উদ্দিনের ছেলে। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসাইন জানান, বিশেষ এ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। বোয়ালমারী, ফরিদপুর ॥ শনিবার গভীর রাতে থানা পুলিশ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত নেতাসহ ডাকাতি, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত ৭ জনকে গ্রেফতার করেছে। সাতক্ষীরা ॥ এ অভিযানে ৪৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে জামায়াত-শিবিরের তিনজন কর্মী রয়েছেন। শনিবার সন্ধ্যা থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৯ জন, কলারোয় থানা থেকে ৫ জন, তালা থানা ৫ জন, কালিগঞ্জ থানা ৪ জন, শ্যামনগর থানা ৫ জন, আশাশুনি থানা ৪ জন, দেবহাটা থানা ২ জন এবং পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে। গাইবান্ধা ॥ গাইবান্ধায় জেএমবির সদস্য আল আমিনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া গাইবান্ধা সাত উপজেলার বিভিন্ন স্থানে শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত সময়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে গোবিন্দগঞ্জ তালুকানুপুর ইউনিয়নের চকশেরপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির সদস্য আল আমিন ও নাশকতার মামলায় সুন্দরগঞ্জ থানায় একজন জামায়াতকর্মী রয়েছে। নওগাঁ ॥ রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নওগাঁ জেলায় অস্ত্র-গুলি ও হাতবোমাসহ ৬ জেএমবির জঙ্গী ও ২ জামায়াত-শিবিরের ক্যাডারসহ ৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সাভার ॥ শনিবার গভীর রাতে ধামরাইয়ে অভিযান চালিয়ে সন্দেহভাজন জেএমবির ২ সদস্যকে আটক করেছে পুলিশ। সাঁড়াশি অভিযানে উপজেলার শরিফবাগ গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল ছালাম (৩৫) ও কালামপুর গ্রামের আওলাদ হোসেনকে (৪৫) আটক করা হয়েছে। তারা জেএমবির সন্দেহভাজন সদস্য। অপরদিকে সারাদেশে চলা সাঁড়াশি অভিযানের তৃতীয় দিনে আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মীকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। রাজশাহী ॥ রাজশাহীতে চার জেএমবি ও ১৩ ছাত্রশিবির নেতাকর্মীসহ ১৫০ জনকে আটক করেছে পুলিশ। জঙ্গী দমন অভিযানের তৃতীয় দিনে শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত নগরীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক শরিফুল ইসলাম বলেন, জেলার নয় থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯০ জনকে আটক করেছেন। এর মধ্যে তিন জেএমবি সদস্য ও নয়জন ছাত্রশিবির নেতাকর্মী রয়েছে। অপরদিকে মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম বলেন, নগরীর চার থানা এলাকায় ৬০ জনকে আটক করা হয়। এর মধ্যে একজন জেএমবি সদস্য ও ৪ জন ছাত্রশিবির নেতাকর্মী রয়েছে বলে জানান তিনি। টাঙ্গাইল ॥ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য, বিস্ফোরক ও অস্ত্র আইনের মামলার চার্জশীটভুক্ত পলাতক আসামিসহ ৫৪ জনকে আটক করেছে টাঙ্গাইল পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) সঞ্জয় সরকার জানিয়েছেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার আসামি ও নাশকতা করতে পারে এমন সন্দেহভাজন ৫৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে জেএমবির সক্রিয় সদস্য আকরামুল ইসলামের (৩২) বাড়ি মির্জাপুর উপজেলার বাশতৈল ইউনিয়নের আদাবাড়ি গ্রামে। তার বাবার নাম ইসহাক আলী। সে ঢাকার সবুজবাগ থানায় ২০০৫ সালের অস্ত্র বিস্ফোরক আইনের ২টি ও নিউমার্কেট থানার ১টি মামলার চার্জশীটভুক্ত পলাতক আসামি। এছাড়া হবিগঞ্জ জেলায় ৫টি মামলা থেকে অব্যাহতি পেয়েছে। তার বিরুদ্ধে টাঙ্গাইলের মির্জাপুর থানায়ও মামলা রয়েছে। নোয়াখালী ॥ পুলিশের সাঁড়াশি অভিযানে তালিকাভুক্ত জঙ্গী সংগঠন হিযবুত তাহরীর সদস্য, জামায়াত-শিবিরের নেতা ও বিএনপির কর্মীসহ বিভিন্ন মামলায় ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে হিযবুত তাহরীর সদস্য ডাঃ জাকারিয়া হাবিবকে ঢাকার হাজারিবাগ এলাকা থেকে রবিবার দুপুরে এবং বাকিদের আগের দিন শনিবার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, রবিবার দুপুর দুটার দিকে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে তালিকাভুক্ত ২৩ নম্বর জঙ্গী ও হিযবুত তাহরীর সদস্য ডাঃ জাকারিয়া হাবিবকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। তিনি জেলার সেনবাগ উপজেলার কাদরা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম আরও বলেন, গ্রেফতার হওয়া জঙ্গী জাকারিয়া হাবিবকে জেলা পুলিশের একটি দল গ্রেফতার করে। তাকে রাতের মধ্যে নোয়াখালী নিয়ে আসা হবে। তার বিরুদ্ধে ঢাকার বনানী থানায় ২০১২ সালে দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী একটি মামলা রয়েছে। এছাড়া জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলায় শনিবার রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ইউনিয়ন জামায়াতের তিন নেতা ছাড়াও শিবিরের তিনজন ও বিএনপির একজন সমর্থক রয়েছেন। অপর আসামিরা বিভিন্ন মামলার আসামি। তিন জামায়াত নেতার মধ্যে বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোস্তাকুর রহমান (৫০), ভারপ্রাপ্ত সেক্রেটারি মাসুদুর রহমান (৪৭) ও দুর্গাপুর ইউনিয়ন সভাপতি এ কেএম এলাইরুল ইসলাম (৫০)। তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে একাধিক মামলা রয়েছে। নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে জামপুর থেকে মোশারফ হোসেন (৩৫) নামের এক শিশির নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে মীরেরটেক কলতাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সোনারগাঁ থানার থানার ওসি এসএম মঞ্জুর কাদের, উপজেলা জামপুর ইউনিয়নের মীরেরটেক কলতাপাড়া গ্রামের শাহীন মিয়া ছেলে মোশারফকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত মোশারফ হোসেন ২০১৩ সালের ২২ মে কাঁচপুরের পুলিশ ফাঁড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলার এজাহারভুক্ত আসামি। পঞ্চগড় ॥ পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে দুই জেএমবি সদস্য, তিন শিবিরকর্মীসহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার দেবীগঞ্জে আটক হওয়া জেএমবির দুই সদস্য হলো উপজেলা সদরের খুটামারী ডাঙ্গাপাড়া গ্রামের মোফাজ্জলের ছেলে আবু বকর সিদ্দিক (২৯) এবং খুটামারী কামাতপাড়া গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে আয়নাল হক (৩০)। এছাড়া পুলিশ জেলা ছাত্রশিরিরের সাবেক সভাপতি আবু বকর ছিদ্দিকসহ ৩ শিবির কর্মীকে আটক করেছে। এ নিয়ে গত তিনদিনে পঞ্চগড়ে আটকের সংখ্যা দাঁড়াল ৯২ জনে। নাটোর ॥ জঙ্গী ও সন্ত্রাসীবিরোধী পুলিশের সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের তৃতীয় দিনে জেলার বিভিন্ন স্থান থেকে ৩ জামায়াত কর্মীসহ ৫০ জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে পুলিশের সাঁড়াশি অভিযানে তাদের আটক করা হয়। তবে জঙ্গী সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি পুলিশ। নাটোরের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, চলমান অভিযানে গতরাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত কর্মী তরিকুল ইসলাম, শুকুর আলী ও শরিফুল ইসলামসহ বিভিন্ন মামলার মোট ৫০ জনকে আটক করা হয়। এ নিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে গত তিনদিনে ৯৪ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাগুরা ॥ জেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি । মোরেলগঞ্জ ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে নাহিদুল ইসলাম টুটুল (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেল ৫টার দিকে তাকে একটি নাশকতার মামলার আসামি হিসেবে গ্রেফতার করে। টুটুল উত্তর সরালীয়া গ্রামের সাবেক সেনা সদস্য শিব্বির হাওলাদারের ছেলে। পুলিশ টুটুলের স্বীকারোক্তিমতে একটি মুরগির ফার্ম থেকে ২টি ককটেল ও ২ রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করেছে। থানার ওসি (তদন্ত) তারক বিশ্বাস বলেন, টুটুলের বিরুদ্ধে ঢাকার খিলগাঁও ও মোরেলগঞ্জ থানায় কয়েকটি নাশকতার মামলা রয়েছে।
×