ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওষুধ প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তির তাগিদ

প্রকাশিত: ০৪:১৫, ১৩ জুন ২০১৬

ওষুধ প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তির তাগিদ

সংসদ রিপোর্টার ॥ ওষুধ প্রশাসন অধিদফতরের কিছু অর্থলোভী ও দুর্নীতিবাজ কর্মকর্তার কারণেই ভেজাল ও নিম্নমানের ওষুধ প্রস্তুত প্রতিরোধ করা যাচ্ছে না বলে মনে করছে সংসদীয় কমিটি। তাই প্রস্তুতকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের তাগিদ দিয়েছে কমিটি। এজন্য প্রয়োজনে বিদ্যমান আইন ও বিধিমালা সংশোধন করে এটি যুগোপযোগী করার পরামর্শ দেয়া হয়েছে। একইসঙ্গে সংসদীয় কমিটি গঠিত বিশেষজ্ঞ কমিটির পেশকৃত প্রতিবেদনে উল্লেখিত ২০টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল করার আইনী প্রক্রিয়া শেষ করে তা দ্রুত বাস্তবায়ন করার জোর সুপারিশ করা হয়েছে। রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই তাগিদ ও পরামর্শ দেয়া হয়েছে।
×