ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেশি দামে পণ্য বিক্রি করায় তিন দোকানিকে জরিমানা

প্রকাশিত: ০৪:১৪, ১৩ জুন ২০১৬

বেশি দামে পণ্য  বিক্রি করায় তিন  দোকানিকে  জরিমানা

ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন রবিরাব হাতিরপুল বাজারে বিভিন্ন প্রকার দ্রব্যমূল্যের বাজারদর যাচাই করেন। তিনি কয়েকজন কাস্টমারসহ তরকারী, মাছ, মাংস ও মুদি দোকানির সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছেন কিনা সে বিষয়ে খোঁজখবর নেন। এ সময় ক্রেতাদের কাছ থেকে মূল্য তালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করেছেন এমন অভিযোগের সত্যতা পান। কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুছ শোয়েব তালিকায় টাঙ্গানো মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রির দায়ে ৩ দোকানিকে ফারুক স্টোর, তিনভাই বাণিজ্যালয় এবং মোতালেব মাংস বিতান প্রত্যেককে ত্রিশ হাজার টাকা করে মোট নব্বই হাজার টাকা জরিমানা আদায় করেন। মেয়র বলেন, মাছ, মাংসসহ অন্যান্য দ্রব্যসামগ্রীর মূল্য মোটামুটি স্থিতিশীল আছে। তবে ছোলা তুলনামূলকভাবে একটু বেশি দামে বিক্রি হচ্ছে। দোকানে টাঙ্গানো মূল্য তালিকা কঠোরভাবে মেনে চলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হবে। মাসজুড়েই বিভিন্ন মার্কেটে বাজার দর যাচাইকল্পে গঠিত মনিটরিং কমিটির অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, কাউকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করতে দেয়া হবে না। এজন্য প্রয়োজনে ৯৫৫৬০১৪ নম্বরে ফোন করে কর্পোরেশনকে অভিযোগ জানাতে বলেন মেয়র সাঈদ খোকন। -বিজ্ঞপ্তি
×