ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাট দিয়ে তৈরি হচ্ছে হাজারো পণ্য

প্রকাশিত: ০৪:০৬, ১৩ জুন ২০১৬

পাট দিয়ে তৈরি হচ্ছে হাজারো পণ্য

অর্থনৈতিক রিপোর্টার ॥ দক্ষ শ্রমিকের অভাব আর পাট চাষে কৃষকদের অনীহা, এ দুই কারণেই অগ্রসর হতে পারছে না বহুমুখী পাট পণ্য উৎপাদন শিল্প। এক্ষেত্রে উৎপাদিত পণ্যের বিপণন ব্যবস্থার উন্নয়ন আর শ্রমিকদের প্রশিক্ষণে সরকারী উদ্যোগ দরকার বলেই মত ব্যবসায়ীদের। তবে, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর দাবি, সরকারের সুষ্ঠু নজরদারির কারণেই দেশীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি এখন বেশ কয়েকটি বিদেশী কোম্পানিও বাংলাদেশে পাটজাত পণ্য তৈরি করছে। পাটের পরিচিতি একসময় নানা ধরনের পণ্য পরিবহন আর বিপণনে ব্যবহৃত ব্যাগ আর বস্তার মধ্যেই সীমাবদ্ধ ছিল। সময় বদলেছে, পরিবর্তিত প্রেক্ষাপটে পাট এখন ব্যবহার করা হচ্ছে দৃষ্টিনন্দন ফটো এ্যালবাম, বাহারি নোটবুক, ওয়ালমেট, আর শো পিসের মতো শতাধিক আইটেমের পণ্য তৈরিতে।
×