ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে রাজশাহীর আম

প্রকাশিত: ০৪:০৬, ১৩ জুন ২০১৬

ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে রাজশাহীর আম

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রথমবারের মতো ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে রাজশাহীর আম। চাষীরা বলছেন, ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে পরিচর্যা করায় আন্তর্জাতিক মানের আম উৎপাদন সম্ভব হচ্ছে। স্থানীয় বাজারের চেয়ে আমের দাম বেশি পাওয়ায় খুশি চাষীরাও। কিছু সমস্যা থাকলেও প্রতিবছর আম রফতানির সংখ্যা বাড়াতে চান ব্যবসায়ীরা। ফল গবেষণা কেন্দ্রের মতে, মাটির গুণগত কারণে সুমিষ্ট রাজশাহীর আম। প্রথমবারের মতো চাষীদের সাথে চুক্তিভিত্তিক আম পরিচর্যা করেছে রফতানিকারকরা। চুক্তি অনুযায়ী ২শ’ চাষীকে সরবরাহ করা হয়েছে ফ্রুটব্যাগ। প্রাথমিকভাবে ৩০টি বাগান থেকে সংগ্রহ করা হচ্ছে ব্যাগের আম। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী দাগহীন, বিষমুক্ত, স্বাস্থ্যসম্মত, নিরাপদ আম পরিচর্যায় প্রায় সাড়ে ১৮ লাখ আমে ব্যবহার করা হয় ফ্রুটব্যাগ। ল্যাংড়া, আশ্বিনা, ফজলি ও খিরশাপাত জাতের আম বেশি সংগ্রহ করছেন রফতানিকারকরা। আর রফতানিকারকদের কাছে বেশি দরে আম বিক্রি করতে পেরে খুশি চাষীরা। দিন দিন ইউরোপের দেশগুলোতে দেশীয় আমের বাজার সম্প্রসারিত হলেও নানা বাধার কারণে সমস্যা হচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা। তবে সব সমস্যা কাটিয়ে কৃষক ও ব্যবসায়ীদের প্রশিক্ষণসহ সহযোগিতার আশ্বাস দিলেন রাজশাহী চেম্বার অব কর্মাস পরিচালক সেকান্দার আলী। এই প্রথম রাজশাহী থেকে ১ হাজার মেট্রিক টন আন্তর্জাতিক মানসম্পন্ন আম যাচ্ছে বিদেশে।
×