ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁতপল্লী শ্রমিকরা

প্রকাশিত: ০৪:০৬, ১৩ জুন ২০১৬

টাঙ্গাইলে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁতপল্লী শ্রমিকরা

ঈদ উপলক্ষে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইলে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁতপল্লী শ্রমিকরা। বাড়তি আয়ের আশায় দিনরাত এক করে কাজ করছেন শ্রমিকরা। তাঁত মালিকরাও বলছেন, বছরের এ সময়টায় চাহিদা বাড়তি থাকায় লাভের আশাও থাকে বেশি। তাঁতের খট খট শব্দে এখন মুখরিত টাঙ্গাইলের পাথরাইলের গোটা তাঁতপল্লী। কেউ বুনছেন বাহারি রঙের শাড়ি। কেউ শাড়ির গায়ে তুলছেন বাহারি নক্সা। ঈদকে সামনে রেখে ব্যস্ততা এখন রাত-দিন সবসময়। ঈদ উপলক্ষে চাহিদা বাড়ায় বাড়তি লাভের আশা করছেন তাঁত মালিকরাও। এরই মধ্যে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারদের পাশাপাশি খুচরা ক্রেতারাও শাড়ি কিনতে ভিড় করছেন পাথরাইলের দোকানগুলোতে। এ বছর বেনারসি, সিল্ক, জামদানি, বালুচুরী, তশরসহ বিভিন্ন ডিজাইনের শাড়ির চাহিদা বেশি রয়েছে বলে জানালেন বিক্রেতারা। -অর্থনৈতিক রিপার্টার
×